লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র!!

অনলাইন প্রতিনিধি :-লোকসভা থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র। যে সুপারিশ করেছিল এথিক্স কমিটি তাতেই পড়ল চূড়ান্ত সিলমোহর। ‘ক্যাশ ফর কোয়েরি’ কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয়। সংসদে ভোটাভুটির পরই মহুয়ার বহিষ্কারে চূড়ান্ত সিলমোহর পড়ে।

Dainik Digital: