লাদাখবাসীর দুঃখ কবে ঘুচবে?

এই খবর শেয়ার করুন (Share this news)

জম্মু কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হওয়া আরেক কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের (লাদাখের অধিবাসীরা এখন তাদের অধিকার আদায়ের প্রশ্নে জোরদার আন্দোলনে নেমেছে।কোনও রাজনৈতিক দলের ব্যানারে নয়।এক পরিবেশবিদ, শিক্ষাবিদ, আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারে ভূষিত এক সমাজকর্মীর নেতৃত্বে লাদাখবাসী এই আন্দোলনে নেমেছে।তারা চান তাদের অধিকার সুনিশ্চিত করুক কেন্দ্র। তাদেরকে ষষ্ঠ তপশিলের আওতায় আনা হোক।এনিয়ে লাদাখ এখন উত্তাল।
জম্মু কাশ্মীরের এ অঞ্চলে প্রকৃতি যেন তার সমস্ত কিছু উজার করে দিয়েছে।কি পাহাড়,কি হ্রদ,কি জলাভূমি সবই যেন প্রকৃতির মায়াবী একরূপে বিদ্যামান।ওপারে চিন।তবে সম্প্রতি লাদাখবাসী মূলত চারটি দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছে। এই চারটি দাবির মধ্যে রয়েছে লাদাখকে ষষ্ঠ তপশিলের আওতায় নিয়ে আসা।তাদের জন্য পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া,দুইজন সাংসদকে নির্বাচিত করার সুযোগ এবং চাকরি বাকরির সুনিশ্চিতকরণের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা ইত্যাদি ইত্যাদি।
উল্লেখ্য ২০১৯ সালে লাদাখকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। এর আগে লাদাখ জম্মু কাশ্মীরের সাথেই ছিল।৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে লাদাখবাসীর মনে তেমন কোনও সংশয় নেই।তারা চান তাদের যেন অধিকার সুনিশ্চিত করা হয়।কেন না লাদাখের প্রাকৃতিক যে ভূমি তা যদি ক্রমাগত শিল্প কলকারখানার জন্য ব্যবহার করা হয় তা এক সময় উত্তরাখণ্ডের মতো অবস্থার সৃষ্টি করবে।লাদাখবাসীর আশংকা এখানেই।যা পরিবেশ প্রাকৃতিক ভারসাম্যের জন্য অশনিসংকেত বয়ে আনতে পারে।আর এ আশংকা থেকেই লাদাখবাসী ২০১৯ সালে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা হবার পর এখন ২০২০ সালের আগষ্ট-সেপ্টেম্বর মাসে আন্দোলন শুরু করে।এরপর কেন্দ্র বুঝিয়ে সুজিয়ে তাদের আন্দোলনকে দমিয়ে রাখতে সক্ষম হয়।পরবর্তীতে লাদাখে লাদাখ হিল ডিস্ট্রিক কাউন্সিলের একটি নির্বাচন করে বিজেপি জয়ী হয়।কিন্তু এরপর লাদাখবাসীর বিভিন্ন দাবির একটিও আজ অবধি পূরিত হয়নি।
সম্প্রতি লাদাখে প্রায় পঞ্চাশ হাজারের মানুষের সমাবেশ সংঘটিত হয়। তারা রাস্তায় নেমে তাদের বিভিন্ন দাবি সুনিশ্চিত করার জন্য জোরদার আন্দোলন সংগটিত করবে।এর নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি মূলত তার উদ্ভাবনী ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে গোটা লাদাখে ব্যাপক জনপ্রিয়।সোলার এনার্জিকে ব্যবহার করা থেকে শুরু করে কৃত্রিম হিমবাহ তৈরি করা, সেনাবাহিনীর জন্য পরিবেশ বান্ধব ঘর তৈরি করে তাদের শীতের হাত থেকে রক্ষা করা এ সমস্ত নানা উদ্ভাবনী কাজে তার জুড়ি মেলা ভার।তার চরিত্রনির্ভরই বলিউডে একটি সিনেমাও তৈরি হয় ‘থ্রি ইডিয়টস’।তার মুখ্য চরিত্রে রেঞ্চো।তিনি লাদাখবাসীর সমস্ত দাবিকে সামনে রেখে আমরণ অনশন করেছেন। এরপর তার একটি মিছিল করার কথা ছিল।কিন্তু প্রশাসন এতে অনুমতি দেয়নি।
লাদাখবাসী চাইছেন, তাদের অধিকার সুনিশ্চিতকরণের জন্য তাদের ষষ্ঠ তপশিলের আওতায় আনা হোক।তাতে তাদের যেমন এডিসি গঠন করে জনপ্রতিনিধি নির্বাচন করে বিভিন্ন কাজ করার সুযোগ মিলবে।তেমনি তারা চান সাংসদ সংখ্যাও বাড়ানো হোক এ অঞ্চল থেকে।এতে লাদাখের কথা আরও বেশি করে সংসদে তোলে ধরা যাবে।এছাড়াও পৃথক রাজ্যের দাবিও চান তারা।তা না হলে অন্তত একটি বিধানসভা গঠন করা হোক।চতুর্থত, রাজ্যের যুবক যুবতীদের চাকরি বাকরির জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক।সবচেয়ে মজার ঘটনা হলো, কেন্দ্রের শাসক বিজেপি লাদাখকে ষষ্ঠ তপশিল আওতায় আনার কথা তাদের ইস্তাহারে পর্যন্ত রেখেছিলো।কিন্তু এতদিন পরও কেন তাদের সেই দাবি পূরণ করা হচ্ছে না,কেন এর সুনির্দিষ্ট কোনও জবাব নেই সরকারের কাছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…

39 mins ago

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

13 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

13 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

23 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago