লাগামছাড়া বিমান টিকিট!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সব কয়টি পণ্যের সর্বাধিক খুচরো মূল্য (এমআরপি) থাকলেও বিমান টিকিটের ক্ষেত্রে তা ব্যতিক্রমী।রাজ্যের যাত্রীদের ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে কলকাতায় যেতে ১০ থেকে ১২ হাজার টাকাও দিতে হয়।পুজোর সময় বিমানের টিকিটের মূল্য আরও লাগামছাড়া হয়। বৃহস্পতিবার এভাবেই বিধানসভায় সরব হয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।এই পরিস্থিতি থেকে রাজ্যের যাত্রীদের রেহাই দিতে তিনি রাজ্য সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকারের তরফে বিষয়টি জোরালোভাবেই কেন্দ্রের কাছে মেলে ধরা প্রয়োজন। রাজ্যের মানুষের আর্থ সামাজিক অবস্থা এবং রাজ্যের ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে এ মর্মে ইতিবাচক উদ্যোগ চাইলেন বিধায়ক। এ বিষয়ে বিধানসভা থেকে একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানোর উদ্যোগ নিতেও তিনি আহ্বান রেখেছেন। বিষয়টি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিমান টিকিটের চড়া মূল্যের বিষয়ে তারা অবহিত রয়েছেন।মন্ত্রী জানান, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে তারা চিঠিও দিয়েছেন।মন্ত্রী জানান, রাজ্য সরকার চিঠি লিখতে পারবে। কেন্দ্র সরকারও বিমান টিকিটের মূল্য স্থির করে দিতে পারে না।বিমান টিকিটের মূল্য বেসরকারীভাবেই নিয়ন্ত্রিত হয়।এ নিয়ে কেন্দ্র কিংবা রাজ্য সরকারের বিশেষ কিছু করার নেই বলেও মন্ত্রীর বক্তব্যে ধরা পড়েছে।এদিন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার এক প্রশ্নের উত্তরে জানান, কৈলাসহর বিমানবন্দরে ছোট আকারের ২০ আসনের বিমান চলাচলের কাঠামো রয়েছে। এ লক্ষ্যে বর্তমানে প্রচেষ্টা চলছে।কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণের মন্ত্রকের একটি দল বিষয়টিকে বাস্তবে রূপ দিতে কাজ করছে। ওএলএস সার্ভের পরই যাবতীয় বিষয় চূড়ান্ত হয়ে যাবে বলে মন্ত্রী উল্লেখ করেছেন।ছোট আকারের বিমান চলাচলের লক্ষ্যে তিনি যথেষ্ট ইতিবাচক সুর দিয়েছেন।তবে ব্যাপক খরচের জন্য জমি অধিগ্রহণের সম্ভাবনা খুব ক্ষীণ বলে মন্ত্রীর বক্তব্যে ধরা পড়েছে।আগরতলার এমবিবি বিমানবন্দর খুব সহসাই আন্তর্জাতিক বন্দর হতে চলেছে বলেও পরিবহণ মন্ত্রী ইতিবাচক সুর শোনান। বিষয়টি নিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সাথে তারা নিবিড় যোগাযোগ রাখছেন বলেও উল্লেখ করেন।তবে খোয়াই এবং কমলপুর এয়ারপোর্ট সচল করার লক্ষ্যে অবশ্য ইতিবাচক সুর শোনা যায়নি।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

18 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

19 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

19 hours ago