লাইন রক্ষণাবেক্ষণে ড্রোন প্রযুক্তি দু’মাসের মধ্যে চালু হবে: রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ফেব্রুয়ারী ও মার্চ থেকে লাইভ বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ কাজ এবং ড্রোন প্রযুক্তি চালু করতে যাচ্ছে বিদ্যুৎ দপ্তর।সোমবার আগরতলায় ৭৯ টিলা, উর্জা ভবনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (টিপিটিএল)-এর তৃতীয় প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং বিকশিত ত্রিপুরা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যুৎ। বিদ্যুৎ ছাড়া কিছুই সম্ভব নয়। নতুন ত্রিপুরা গড়তে হলে আমাদের বিদ্যুৎ খাতকে আধুনিক ও শক্তিশালী করতে হবে। টিপিটিএল শুধুমাত্র তাদের প্রতিষ্ঠাদিবস উদ্যাপন করছে না, বরং রক্তদান শিবির, স্বাস্থ্য ক্যাম্প, এলইডি বাল্ব বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী উদ্যোগও চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, টিপিটিএল-এর ক্যালেন্ডার উদ্বোধন করা হয়েছে, যা সমস্ত প্রকল্প ও কর্মপরিকল্পনা পর্যবেক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ফেব্রুয়ারী মাসে লাইভ লাইন রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে, এবং মার্চ থেকে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। টিপিটিএল তাদের অ্যানথেমও চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইছেন, সমাজে উদ্ভাবনী পরিবর্তন ও প্রযুক্তি ছড়িয়ে পড়ুক। মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ বিভাগ আগরতলা, ধর্মনগর এবং খুমুলুঙে ভূগর্ভে ক্যাবল স্থাপনের কাজ করছে। প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে টিপিটিএল বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক আয়োজনের মাধ্যমে তাদের তৃতীয় প্রতিষ্ঠাদিবস উদ্যাপন করেছে। সংস্থা প্রতি বছর এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে সমাজ ও জনসেবায় অবদান রাখে।রক্তদান শিবিরটি আইএলএস হাসপাতালের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। সংস্থার সামাজিক দায়িত্ব হিসেবে দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে এলইডি বাল্ব বিতরণ করা হয়েছে, যা সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
Dainik Digital: