একদিন আগেই ভারতের একটি প্রথম সারির সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা ইংল্যান্ড টেস্ট থেকে ছিটকে গিয়েছেন । আর তার ফলে ভারতীয় দলে নেতা হিসাবে শুক্রবার দেখা যাবে যশপ্রীত বুমরাকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকাপাকিভাবে রোহিত শর্মার ছিটকে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে ।
অন্যদিকে আবার দলের কোচ রাহুল দ্রাবিড়ের মতে , ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ থেকে এখনও বাদ পড়েননি ভারতীয় অধিনায়ক । কিন্তু প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে হলে তার কোভিড টেস্ট নেগেটিভ হওয়া দরকার ।
যার মানে ম্যাচের আগে রোহিত শর্মার অনুশীলন করার সম্ভাবনা কার্যত নেই । ভারত অধিনায়কের কোভিড পরীক্ষার রিপোর্ট দুবারই পজিটিভ এসেছে । ফলে ভারতীয় ক্রিকেট দল যে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের বিকল্প তৈরি রাখছে তা আর বলার অপেক্ষা রাখে না । আর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়ে দিলেন , এখন ভারতীয় দলে তিনজন বিকল্প ওপেনার তার হাতে রয়েছে ।
রোহিতের কভার হিসাবে কয়েক দিন আগেই ‘ ডাকা হয়েছে ময়াঙ্ক আগরওয়ালকে । শুভমান গিলের সঙ্গী হিসাবে কর্ণাটকের ওপেনার আদর্শ পছন্দ । কিন্তু দ্রাবিড় টেস্টের আগে সাংবাদিক বৈঠকে বলেছেন , ময়াঙ্ক আগরওয়াল ছাড়াও ম্যানেজমেন্টের হাতে ওপেন করার জন্য আরও দুটি বিকল্প রয়েছে
রোহিতকে নিয়ে রাহুল বলেন , ‘রোহিত না খেললে আমাদের সিদ্ধান্ত নিতে হবে । অনেকগুলি ফ্যাক্টর এখানে জড়িয়ে রয়েছে । অবশ্যই ময়াঙ্ক আগরওয়াল নিয়মিত ওপেনার । কিন্তু আমাদের আরও বিকল্প রয়েছে হাতে । কেএস ভারত অন্ধ্রপ্রদেশের হয়ে বহু ম্যাচে ওপেন করেছে । প্রস্তুতি ম্যাচেও দারুণ ব্যাটিং করেছে । দুই ইনিংস মিলিয়ে ৭০ ও ৪০ করেছে ওপেন করতে নেমে । ওপেনার হিসাবে ভরতও ভাবনায় রয়েছে । অন্যদিকে চেতেশ্বর পূজারা অতীতে ভারতের হয়ে ওপেন করেছে । তবে আমাদের মাথায় স্পষ্ট ভাবনা রয়েছে আমরা কোন দিকে এগিয়ে যাব ।
দেখা যাক টেস্ট শুরুর আগে পর্যন্ত রোহিত কেমন থাকে । তবে প্রথম একাদশ কী হবে , তা প্রকাশ্যে বলার স্বাধীনতা আমার নেই । ‘
তার সঙ্গে পূজারাও যে ভারতীয় দলের হয়ে ওপেন করতে পারে সেটাও কিন্তু জানিয়েছেন রাহুল দ্রাবিড় । সদ্য কাউন্টি খেলা এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে দ্য ওয়াল সাংবাদিক সম্মলনে বলেছেন , ‘ অতীতে পূজারা ভারতের হয়ে ওপেন করেছে । কিন্তু আমি নিশ্চিত করে কিছুই বলতে চাইছি না । তবে আমি যেমন বলেছি , আমরা ভাবনা – চিন্তা করছি । রোহিতের কী হয় তা আমি দেখব । ‘
সাধারণত ৩ নম্বরে পূজারা ব্যাট করে থাকেন
তবে এর আগে সাতটি ইনিংসে ওপেন করেছেন তিনি । এবং ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি হাফ সেঞ্চুরি এবং অপরাজিত ১৪৫ রান সহ মোট ৩৯৫ রান করেছেন । এর আগে জাতীয় দলের প্রধান নির্বাচক চেতন শৰ্মা জানান , দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা । সহ অধিনায়ক ঋষভ পন্থ । সেক্ষেত্রে বুমরা হবেন ভারতের ৩৬ তম ক্রিকেটার , যিনি টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন । ৩৫ বছর পর ফের ভারতীয় ক্রিকেট দলে নতুন নজির গড়তে চলেছে । শেষবার ফার্স্ট বোলার হিসাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব । আর এবার কোভিডের কারণে এজবাস্টন টেস্ট থেকে রোহিত শর্মা ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা । বর্তমানে একমাত্র অস্ট্রেলিয়া দলে ফার্স্ট বোলার অধিনায়ক হিসাবে প্যাট কামিন্স রয়েছেন । আর এবার সেই তালিকাতে যুক্ত হতে চলেছেন বুমরাও ।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…