রুপো জিতলো নিরজ

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো নিয়ে এলেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন ফাইনালে দেশের একমাত্র দ্বিতীয় পদক জিতেছেন তিনি। চতুর্থ প্রচেষ্টায় ৮৮.১৩ মিটারের থ্রো করেন নীরজ। এর আগে এই পদক এসেছিল ২০০৩ সালে, অঞ্জু ববি জর্জের হাত ধরে।

Dainik Digital: