রুপোর দাবিতে বিনেশ করল মামলা!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে বিনেশ ফোগত সোনা নিয়েই দেশে ফিরে ইতিহাস গড়বেন সেই আশাই ছিল। কিন্তু আচমকা এক দমকা হাওয়ায় সব আশা চুরমাচুর হয়ে গেল। ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালের সকাল বেলাতেই বাদ পড়েন বিনেশ। ওজন নির্ধারিত ওজনের ৫০ কেজির থেকে ১০০ গ্রাম বেশি থাকায় বাতিল হন এই ভারতীয় কুস্তিগীর। আর এবার এর বিরুদ্ধেই কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলা ঠুকলেন বিনেশ।কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে বিনেশ প্রাথমিকভাবে আবেদন করলেন বাড়তি ওজন করিয়ে পুনরায় গোল্ড মেডেল ম্যাচের আবেদন করতে চান।কিন্তু প্রস্তাব শুরুতেই নাকচ হয়ে যায়। এরপরেই অন্তত যুগ্মভাবে রুপোর আবেদন জানান। সেই আবেদনে অবশ্য সাড়া দিয়ে তাঁর মামলা গ্রহণ করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।শুক্রবারই এই মামলার রায় ঘোষণা হবে।

Dainik Digital: