রাহুলের ন্যায় যাত্ৰা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।গোটা দেশ জুড়ে এখন তারই প্রস্তুতি চলাছে জোরকদমে।শাসকদল বিজেপি প্রধানমন্ত্রী মোদিকেই প্রচারের প্রধান মুখ এবং গত দশ বছরের উন্নয়নকে হাতিয়ার করেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রচারে এবার ভরসা হবে ভারত জোড়ো যাত্রা ২.০।কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বেই ফের শুরু হতে যাচ্ছে এই জনসংযোগ যাত্রা।যদিও এবার ভারত জোড়ো যাত্রা নয়।এর জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে নতুন নাম ‘ন্যায় যাত্রা’। সম্প্রতি হিন্দি বলয়ে তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হার মানতে হয়েছে কংগ্রেসকে।বিরোধী মঞ্চ ইন্ডিয়া-র আসন সমঝোতা শেষপর্যন্ত কতটা বাস্তবায়িত হবে,তা নিয়ে এখনও হাজারো প্রশ্ন ঝুলে রয়েছে।কিন্তু শাসকদল বিজেপির সামনে এইসব কোনও প্রশ্ন নেই।বরং হিন্দি বলয়ে তিন রাজ্যে বিপুল জয়ের পর নয়া উদ্যোগ ও দ্বিগুণ শক্তিতে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়েছে পদ্ম শিবির।এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দ্বিতীয়বার নয়া নামে ভারত জোড়ো যাত্রা অর্থাৎ ‘ভারত ন্যায় যাত্রা’ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।ভারত জোড়ো যাত্রা করেছিলেন দক্ষিণ থেকে উত্তরে।অর্থাৎ কন্যাকুমারী থেকে কাশ্মীর। এবার রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত,অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ‘ভারত ন্যায় যাত্রা’ শুরু করতে যাচ্ছেন। রামমন্দির উদ্বোধনের ঠিক এক সপ্তাহ আগে,আগামী ১৪ জানুয়ারী ‘ভারত ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী । কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ও জয়রাম রমেশ জানিয়েছেন,১৪ জানুয়ারী থেকে শুরু হয়ে রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’শেষ হবে ঠিক লোকসভা নির্বাচনের মুখে, আগামী ২০ মার্চ। মণিপুর, নাগাল্যাণ্ড, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র— এই ১৪টি রাজ্যের মোট ৮৫টি জেলার মধ্য দিয়ে রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’ যাবে।গতবার যাত্রার দৈর্ঘ্য ছিলো সাড়ে চার হাজার কিলোমিটার।এবার যাত্রাপথের দৈর্ঘ্য ছয় হাজার দুশো কিলোমিটার।তবে এবার পায়ে হাঁটা কম,বাসযাত্রাই বেশি থাকবে।কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে, যে ১৪টি রাজ্যে রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রা’ করবেন,তার একটিতেও কংগ্রেস দলের সরকার নেই। এই ১৪টি রাজ্যের মধ্যে আটটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি ও সহযোগী দল।ছয়টি রাজ্যে ক্ষমতায় রয়েছে আঞ্চলিক দল। আঞ্চলিক দলগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিহারে জনতা দল (ইউ), আরজেডির সরকার রয়েছে। এরা ইন্ডিয়া’ জোটের সঙ্গী। অন্য আঞ্চলিক দলগুলি এখনও নিজেদের অবস্থান সেইভাবে স্পষ্ট করেনি।এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আঞ্চলিক দলগুলি বিশেষ করে তৃণমূল, জনতা দল (ইউ), আরজেডি এরা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রায় অংশ নেবে কিনা?যদি অংশ নেয়, তাহলে লোকসভা ভোটের আগে জোটের পক্ষে গোটা দেশ জুড়ে একটা ইতিবাচক বার্তা যাবে।আর যদি অংশ না নেয়, তাহলে ইন্ডিয়া জোটের পক্ষে ভুল বার্তা যাবে।একই পরিস্থিতি উত্তরপ্রদেশেও।সেখানে সমাজবাদী পার্টি রাহুলের যাত্রায় শামিল হবে কিনা? যতটুকু খবর,কংগ্রেসের পক্ষ থেকে সকলকেই এই যাত্রায় শামিল করার জন্য আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।কিন্তু এখনও তেমন কোনও ইতিবাচক খবর পাওয়া যায়নি।কারণ একটাই, কংগ্রেসের সাথে আসন সমঝোতা।খবরে প্রকাশ, সকলেই চাইছে আসন সমঝোতার বিষয়টি আগে দেখে নিতে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখানেই হচ্ছে জটিলতা।কেননা, জোট নিয়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও, আসন সমঝোতা অর্থাৎ আসল কাজটি এখনও ঝুলে রয়েছে হাজারো প্রশ্নে।এই পরিস্থিতিতে রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’ কতটা সুফল কুড়োতে পারবে?তা অবশ্য সময়ই বলবে।তবে পদ্ম শিবিরের দাবি, দেশের মানুষকে আসল ‘ন্যায়’-তো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন পাইয়ে দিচ্ছে।এটাই আসল ন্যায়। কংগ্রেস মানুষকে আর বোকা বানাতে পারবে না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

6 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

6 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

16 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

16 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

17 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

17 hours ago