Categories: দেশ

রাহুলই হোন পরবর্তী সভাপতি

এই খবর শেয়ার করুন (Share this news)

রাহুল গান্ধীকেই ফের কংগ্রেসের সভাপতি পদে বসানোর তোড়জোড় চলছে পুরোদমে । একদিকে রাহুল গান্ধী ভারত জুড়ো যাত্রায় লাগাতার পদযাত্রা করে চলেছেন । এখন তিনি কেরলে । অন্যদিকে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া । আর যতই সভাপতি নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আসছে , ততই রাজ্যে রাজ্যে স্লোগান এবং দাবি উঠেছে রাহুলকেই ফের সভাপতি চাই । শুধুই যে কৰ্মী সমর্থক নেতাদের মৌখিক দাবি তা নয় । রীতিমতো প্রস্তাব পাস করানো হচ্ছে প্রদেশ কংগ্রেস কমিটির সভা ডেকে । এই প্রস্তাব তথা রেজলিউশন পাঠানো হচ্ছে এআইসিসির কাছে । উল্লেখ্য এই দস্তুর বহুবার কংগ্রেসের অন্দরে হয়েছে । স্বাধীনতার আগেপরে একই প্রথা দেখা গিয়েছে । অর্থাৎ প্রদেশ কংগ্রেস স্তর থেকে প্রাথমিকভাবে দাবি তোলা হয়েছে । তারপর একের পর এক রাজ্য কংগ্রেসের সভায় প্রস্তাব পাস করানো হয় , এবং সেটিই পরবর্তী সময়ে পাস হয়েছে এআইসিসিতে সোমবার মহারাষ্ট্রের কংগ্রেস নেতৃত্ব এই একইভাবে প্রস্তাব পাস করিয়েছে । এর আগে রাজস্থান এবং ছত্তিশগড়ে হয়েছে । তামিলনাড়ু ও বিহারেও একই চিত্র । এমনকী গুজরাট কংগ্রেসও জানিয়ে দিয়েছে যে রাহুল গান্ধী ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া হবে না সভাপতি হিসেবে । এভাবে একের পর এক রাজ্য থেকে যেভাবে রাহুল গান্ধীর সমর্থনে এবং দাবিতে প্রস্তাব পাস হয়েছে , সেখানে সম্মিলিতভাবে যখন এআইসিসি এবং ওয়ার্কিং কমিটির কাছে এই প্রস্তাবগুলি সংবলিত দাবিপত্র পেশ করা হবে , তখন কি আদৌ কোনও নির্বাচন আর সম্ভব ? এই আলোচনা এবং জল্পনা তীব্র হয়েছে । রাহুল গান্ধীকেই আবার সভাপতি হিসেবে চেয়ে এই দাবির পিছনে কি আদতে গান্ধী পরিবারেরই সমর্থন ও প্ররোচনা আছে ? এই প্রশ্নও উঠছে । কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ সূত্র থেকে বলা হয়েছে , ঠিক উল্টো । অর্থাৎ গান্ধী পরিবার এই প্রবণতায় বেশ বিরক্ত । রাহুল ও সোনিয়া গান্ধীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে , এভাবে কোনও প্রস্তাব পাস করানোর অর্থ এআইসিসির সভাপতি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং ব্যাহত করা । তাই এটা উচিত নয় । কিন্তু যেখানে রাজ্যে সরকারেই কংগ্রেস রয়েছে , সেই রাজস্থান ও ছত্তিশগড়েও এই একই ঘটনা ঘটেছে । সুতরাং রাহুল গান্ধী আপত্তি ধোপে টিকছে না আর রাজস্থানে এই প্রস্তাব পাস হওয়ার অর্থ অশোক গেহলট সন্তপর্ণে নিজের সভাপতি হওয়ার সম্ভাবনায় ইতি টানলেন । তিনি কোনওভাবেই রাজ্য ছেড়ে যেতে চান না দিল্লী । রাহুল কেরলে আজ পদাযাত্রায় বলেছেন , সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন দেশে । যেভাবেই হোক বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির সমাপ্তি চান আমজনতা । সেই বার্তাই তিনি পাচ্ছেন তার এই পদযাত্রায় । তাই বিরোধীরা একজোট হয়ে ২০২৪ সালে এই সরকারকে পরাস্ত করবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

22 mins ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

51 mins ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

1 hour ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

2 hours ago

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে, খতম ৩ লস্কর জঙ্গি!!

অনলাইন প্রতিনিধি :-সোপিয়ানে সেনার হাতে খতম হল তিন লস্কর জঙ্গি। সেনার দাবী, জম্মু-কাশ্মীরে বহুদিন ধরেই…

2 hours ago

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতর কোটি কোটি টাকার মাদক পাচার!!

অনলাইন প্রতিনিধি :-অভিনব কায়দায় গাজা পাচার করতে গিয়ে আটক দুই পাচারকারী। চুরাইবাড়ি থানার সামনে অসম…

2 hours ago