রাষ্ট্রপতিকে ‘রাষ্ট্রপত্নী’ বলে তুমুল বিতর্কের মুখে অধীর ও কংগ্রেস

দৈনিক সংবাদ অনলাইন।। দেশের রাষ্ট্রপতিকে ” রাষ্ট্রপত্নি ” বলে ব্যপক বিতর্কের মধ্যে পড়লেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে ক্ষমা চাইতে অস্বীকার করলেও পরে লোকসভায় কংগ্রেসের দলনেতা জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ক্ষমা চাইবেন।

ভুলবশত একবার ‘রাষ্ট্রপত্নী’ বলে ফেলেছেন। তারই প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিজেপি রাস্তায় নামে। শুধু রাস্তাতেই নয়, সংসদেও ব্যপক বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। বৃহস্পতিবার সারা দেশের সাথে আগরতলাতেও বিজেপি সদর জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।

মিছিলে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনী তে এসে শেষ হয়। সেখানে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।

Dainik Digital: