‘রাম’ খোদাই করা পাথর ভাসছে জলে!

এই খবর শেয়ার করুন (Share this news)

জলে পাথর ডুবে যাওয়াটাই স্বাভাবিক , কিন্তু জলের মধ্যে পাথর যদি ভেসে থাকে তাহলে অতি প্রাকৃতিক কিছু ঘটনা ঘটছে বলে প্রচার হতেই পারে । আর ঠিক এমনটাই ঘটল উত্তরপ্রদেশ রাজ্যে । শোনা যাচ্ছে সেখানে ঈশান নদীতে একটি শিলাখণ্ডকে ভাসতে দেখা গিয়েছে , যার ওজন প্রায় সাড়ে পাঁচ কিলোর কাছাকাছি । তবু এত ভারি পাথর জলে না ডুবে ভাসছে কেন তা দেখতে গিয়ে একবালক উদ্ধার করে কালো রঙের কষ্টিপাথরের গায়ে লেখা রয়েছে রামের নাম । আর এতেই শোরগোল পুড়ে গিয়েছে যোগী রাজ্যে ।

রামায়ণ কাব্যগ্রন্থে উল্লেখ করা আছে , শ্রী রামচন্দ্র যখন লঙ্কা অভিযান করেছিলেন তখন সাগর পাড়ি দেওয়ার সময় পাথর ফেলা হয়েছিল বঙ্গোপসাগরের বুকে । সাগরের বুকে বাঁধা সেতু তৈরির সময় শ্রীরামচন্দ্রের নাম নিয়ে রামের অনুচর বানরের দল সাগর পার করে লঙ্কায় যাত্রা করেছিল বলে রামায়ণে উল্লেখ করা আছে । আর তখনই এই শিলাগুলোর উপর বানররা খোদাই করে রেখেছিল শ্রী রামের নাম । উত্তরপ্রদেশের মইনপুরে পাওয়া এই শিলাখণ্ড থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি সেতু তৈরির সময় যে শিলা ব্যবহার করা হয়েছিল সেই শিলারগুলির মধ্যে এই শিলা অন্যতম । উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসনের তরফে এই শিলাখণ্ড উদ্ধার নিয়ে কোন মন্তব্য করা হয়নি ।

শুধুই প্রশাসনের তরফে জানানো হয়েছে , মইনপুরের ঈশান নদী থেকে রামের নাম লেখা একটি শিলাখন্ড উদ্ধার করা হয়েছে । আপাতত শিলাখন্ডটি জেলা শাসকের দপ্তরে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে । সম্ভবত শনিবার দিন এই শিলাখন্ড উদ্ধার করে পাঁচ বছরের এক বালক । তারপর গত দুদিন ধরেই এই শিলাখণ্ড নিয়ে মইনপুরে কার্যত একটি মেলা বসে যায় । সোমবার দিন অগণিত ভক্ত এই শিলাখণ্ডে জল ঢেলেছেন বলেও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝেই শিলাখগুটিকে উদ্ধার করে জেলা প্রশাসনের দপ্তরে সংরক্ষিত করে রাখা হয় । ওই গ্রামের বাসিন্দা নীতীন পাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন , ‘ হ্যাঁ , সত্যিই এমন একটা পাথর নদী থেকে পাওয়া গিয়েছে । যেখানে রাম নাম খোদাই করা ছিল । রবিবার থেকেই শিলাখণ্ডটিকে দেখার জন্য প্রায় দূরদূরান্ত থেকে বহু মানুষ সমবেত হয়েছিলেন হয়েছিলেন মইনপুরে । ‘ অনেকের মতে , এর সঙ্গে রামেশ্বরের যোগ আছে । তবে সে দাবি ‘ কতখানি সত্যি , তা খতিয়ে দেখারও আর্জি জানিয়েছে হিন্দু মহাসভা ।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

8 mins ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

1 hour ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

2 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

3 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

4 hours ago