Categories: দেশ

রামমন্দির ঘিরে শুরু উন্মাদনা

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- যন্তর মন্তরে হল ইন্ডিয়া জোটের অবস্থান এবং সমাবেশ। আর বিজেপি পার্টি অফিসে বিকেল থেকে বিজেপি শীর্ষ নেতৃত্ব আগামীদিনের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করলেন। স্থির হয়েছে রামমন্দির উদ্বোধনের পরই বিজেপি পুরোদস্তুর ভোটের প্রচারে নেমে পড়বে। এমনকী বাজেট অধিবেশনের আগেপরেই সম্ভবত ঘোষণা করা হবে লোকসভার ভোট। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আজ অবশ্য বার্তা দেওয়া হয়েছে যে, মোদি যতই ভাবুন, এত সহজে ২০২৪ সালে জয় হবে না। বরং লোকসভা ভোটে অপেক্ষা করে আছে বড়সড় ধাক্কা। এদিন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সীতারাম ইয়েচুরি, – রামগোপাল যাদব সহ বিরোধী দলের জোটের পক্ষ থেকে বলা হয়েছে মোদির দম্ভ চুরমার হতে চলেছে। পক্ষান্তরে বিজেপি আপাতত পাখির চোখ করেছে অযোধ্যাকে। উদ্বোধন হবে ২২ জানুয়ারী। কিন্তু এখন থেকে সেই উন্মাদনা প্রচারের কাজ শুরু করতে চলেছে বিজেপি। কাঙিক্ষত বিলগুলি বিরোধীশূন্য সংসদে পাস করিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সংসদের অধিবেশন আসবে ফেব্রুয়ারি মাসে। সামনে আর কোনও রাজ্যের বিধানসভা ভোটও নেই। অতএব আপাতত বিজেপি রাজনৈতিক রণকৌশল রামমন্দিরকে কেন্দ্র করে অবর্তিত করবে। আজ বিজেপি সদরদপ্তরে বিজেপির উচ্চপর্যায়ে বৈঠক হয়। আর সেই বৈঠকেই আগামীদিনের রণকৌশল নিয়ে কথা হয়েছে। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরের উদ্বোধন ২২জানুয়ারী হলেও মোদি অযোধ্যা সফর এখনই শুরু করে দিচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যায় গঞ্জ এলাকায় জনসভা হবে। পাশাপাশি নতুন এয়ারপোর্ট, নতুন স্টেশন এবং চারটি নতুন হাইওয়ে উদ্বোধন করে অযোধ্যাকে উপহার দিতে চলেছেন তিনি। জানাযাচ্ছে, প্রায় ৩ হাজার কোটি টাকার প্রকল্প সেদিন উপহার দেওয়া হবে। এছাড়াও একঝাঁক নতুন প্রকল্পের শিলান্যাস হবে। রামমন্দির উদ্বোধনের দিন বিরোধী জোটের দলগুলির কাছেও গিয়েছে আমন্ত্রণ। বিজেপি চাইছে গোটা দেশবাসী দেখুক, যে বিজেপির স্বপ্নের প্রকল্প রামমন্দিরে এসে অতিথির আসন অলংকৃত করতে হচ্ছে বিরোধীদের। স্বাভাবিকভাবেই এই আমন্ত্রণ পেয়েও রামমন্দির উদ্বোধনে না আসা সম্ভব নয় বিরোধীদের। কারণ সেক্ষেত্রে আরও বেশি করে বিজেপিপ্রচার করবে যে, বিরোধী জোট তথা ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিন্দুবিরোধী। এই তকমা পেতে ভোটের আগে চাইবে না ইন্ডিয়া জোট। আর তাই এখন থেকেই রামমন্দির এবং হিন্দুত্ব একদিকে প্রচার করা হবে। আবার অন্যদিকে প্রতিটি মন্ত্রককে বলা হয়েছে তারা যেন প্রতিদিন মোদি সরকারের ১০ বছরের প্রচার করতে থাকে। সেই লক্ষ্যেই প্রতিদিন মন্ত্রীই সাংবাদিক সম্মেলন শুরু করেছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago