রান ফর টি

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে টি বোর্ড ইন্ডিয়ার সহযোগিতায় এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় ” রান ফর টি “। কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা। মূলত ত্রিপুরার উৎপাদিত চায়ের প্রচার প্রসার কে সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। মাঝে কোভিডের জন্য গত দুই বছর এই কর্মসূচি পালিত হয়নি। এবছর বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে আয়োজিত হয় ” রান ফর টি”। এদিন সকালে র‍্যালি রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীর সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পুনরায় বীরচন্দ্র লাইব্রেরির সামনে শেষ হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা,মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেররা।

Dainik Digital: