অনলাইন প্রতিনিধি :- ছেলেদের অনূর্ধ্ব ১৭ রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার হকি প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে ফাইনালে উঠে এলো খোয়াই জেলা। শুক্রবার বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সের অ্যাস্ট্রো টার্ফ হকি গ্রাউন্ডে আসরের প্রথম সেমিফাইনালে খোয়াই জেলা টাইব্রেকারে ৫-৩ গোলে গোমতী জেলাকে হারায়। দ্বিতীয় সেমিফানাল ম্যাচে পশ্চিম জেলা ও ধলাই জেলা লড়বে। আগামীকাল (শনিবার) সকাল ৮টায় সেমিফাইনালের
ম্যাচটি হবে। বিকেল সাড়ে তিনটায় হবে ফাইনাল ম্যাচ। অন্যদিকে, রাজধানীর এনএসআরসিসিতে অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বয়স গ্রুপে টেবিল টেনিসে (বালক/বালিকা) রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার প্রতিযোগিতা চলছে। আজ টিম ইভেন্টের প্রতিযোগিতা শেষ হয়ে গেলো। এর সঙ্গে অনূর্ধ্ব ১৭ মেয়েদের গ্রুপের ব্যক্তিগত বিভাগে একটি সেমিফাইনাল ম্যাচ হয়েছে এদিন। শনিবার হকি এবং টেবিল টেনিস দুই ইভেন্টের প্রতিযোগিতা সমাপ্তি হচ্ছে।
বাধারঘাটে আজ সকাল থেকে হকির ম্যাচগুলো শুরু হয়ে মোট তিনটি ম্যাচ হয়েছে এদিন। প্রথম ম্যাচে পশ্চিম জেলা ১৩-০ গোলের বড় ব্যবধানে দক্ষিণ জেলাকে হারায়। দ্বিতীয় ম্যাচ গোমতী জেলা ৫-০ গোলে ঊনকোটি জেলাকে এবং তৃতীয় ম্যাচে ধলাই জেলা ৫-০ গোলে সিপাহিজলা জেলাকে হারায়। চতুর্থ ম্যাচ ছিল খোয়াই ও উত্তর জেলার মধ্যে। তবে উত্তর জেলা না আসাতে খোয়াই জেলা ওয়াকওভার পেয়ে সেমিফাইনালে সরাসরি খেলার সুযোগ লাভ করেছে। তাতে সেমিফাইনালে খোয়াই জেলা টাইব্রেকারে ৫-৩ গোলে গোমতী জেলাকে হারায়। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ১-১ গোল। শেষে টাইব্রেকারে গিয়ে ম্যাচের ফয়সালা হয়। শনিবার অপর সেমিফাইনালে পশ্চিম জেলা ও ধলাই জেলা লড়বে। তাতে যে দল জিতবে এরা দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে আসবে। বিকেল সাড়ে তিনটায় ফাইনাল ম্যাচটি হবে। অন্যদিকে, এনএসআরসিসিতে অনূর্ধ্ব ১৪ এবং ১৭ বয়স গ্রুপের টেবিল টেনিস প্রতিযোগিতায় টিম ইভেন্টের ফলাফল বের হয়েছে। তাতে ছেলেদের অনূর্ধ্ব ১৪ বয়স গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ জেলা। রানার্স পশ্চিম জেলা এবং তৃতীয় স্থান দখল করেছে গোমতী জেলা। একই গ্রুপে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় সিপাহিজলা জেলা, রানার্স পশ্চিম জেলা এবং তৃতীয় স্থান দখল করেছে দক্ষিণ জেলা। অপরদিকে, অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জেলা, রানার্স সিপাহিজলা জেলা এবং তৃতীয় উত্তর জেলা।
এই গ্রুপে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন পশ্চিম জেলা, রানার্স সিপাহিজলা জেলা এবং তৃতীয় স্থান দখল করেছে ঊনকোটি জেলা। এ দিন অনূর্ধ্ব ১৭ মেয়েদের ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালের একটি ম্যাচ হয়েছে। শনিবার শেষদিনে অনূর্ধ্ব ১৪ ও ১৭ দুই গ্রুপে ব্যক্তিগত বিভাগে বাদবাকি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো হবে।