রাজ্য বিজেপিতে সব ঠিক নেই বিপ্লবের মন্তব্য ঘিরে গুঞ্জন।।।।

এই খবর শেয়ার করুন (Share this news)
FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp

অনলাইন প্রতিনিধি || রাজ্য বিজেপিতে সবকিছু ঠিকঠাক চলছে না।এতদিন উপরে উপরে সবকিছু ঠিকঠাক চলছে দেখানোর চেষ্টা হলেও, দলের অভ্যন্তরে ভেতরে ভেতরে রক্তক্ষয় যে অব্যাহত,তা এবার প্রকাশ্যে চলে এলো।শুধু তাই নয়, রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে যে একে অপরের সাথে নানা কারণে দূরত্ব তৈরি হয়েছে সেটা এতদিন ভেতরে চাপা থাকলেও এবার প্রকাশ্যে বেরিয়ে এসেছে।রবিবার দিল্লী থেকে রাজ্যে ফিরে নিজের সরকারী আবাসনে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এর আগে এ দিন সকালে একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ব্রেকিং দিয়ে খবর সম্প্রচার করে যে, ত্রিপুরা বিজেপিতে এবং সরকারের বড় ধরনের সমস্যা তৈরি হতে যাচ্ছে।এই খবর প্রকাশিত হওয়ার পরই কেন্দ্র এবং রাজ্য বিজেপিতে তোলপাড় শুরু হয় ।এরপরই সাংসদ বিপ্লব দেবের সাংবাদিক সম্মেলন ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক ঔৎসুক্য তৈরি হয়।বেলা সোয়া দুটোয় সাংবাদিক সম্মেলনের সময় নির্ধারণ করা হলেও,শ্রীদেব যখন সাংবাদিকদের সামনে আসেন ততক্ষণে দুই ঘণ্টা সময় পেরিয়ে গেছে।স্পষ্ট বোঝা যাচ্ছিল,দিল্লী থেকে শীর্ষ নেতৃত্ব হয়তো তাকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। প্রায় দুই ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনিট সাতেক যা বললেন, যতটুকু বললেন তাতে তার ক্ষোভ,অভিমান স্পষ্ট বেরিয়ে আসে।তার এই ক্ষোভ যে দলের কিছু নেতা- নেত্রীর বিরুদ্ধে তাও স্পষ্ট হয়ে ওঠে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, সাংবাদিক সম্মেলন শেষ করেই দলের হাইকমাণ্ডের জরুরি তলবে বিকালের বিমানে ফের দিল্লী যান সাংসদ শ্রীদেব।এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ পার্টি। কিন্তু রাজ্য বিজেপিতে দেখা যাচ্ছে বাইরে থেকে কিছু লোক অনৈতিক হস্তক্ষেপ করছে।বিপ্লব বলেন, পার্টি আমরাই চালাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জে পি নাড্ডার নেতৃত্বে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই চলবো। কিছু কিছু বাইরের লোক যেভাবে অনৈতিক হস্তক্ষেপ করছে, এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে অবগত করিয়েছি। বিপ্লব আরও বলেন, কিছু অনুপ্রবেশকারী – অনুপ্রবেশ মানসিকতা নিয়ে চলছে। রাজ্য নেতৃত্বেরও এইসব বোঝা উচিত। বিপ্লব বলেন, দল যে দায়িত্ব তাকে দিয়েছে এবং আগামীদিনে দেবে তা আমি অক্ষরে অক্ষরে এবং আন্তরিকভাবে পালন করবো। সবই হবে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে। কারণ, প্রধানমন্ত্রীর স্নেহ এবং নির্দেশেই আমি রাজনীতিতে এসেছি।এরপর সাংবাদিকরা তাকে বারবার জিজ্ঞাসা করেছে ‘বাইরের লোক’ কারা ? কেন আপনার এই ক্ষোভ প্রকাশ। এই প্রশ্নগুলির জবাবে কিসব বলেন, আমি আপনাদের বলতে পারবো না। আপনারা সব জানেন। বারবার ঘুরে ফিরে তিনি প্রায় একই কথা বলেন।বিপ্লবের এই ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পরই জল্পনা তুঙ্গে উঠে। প্রত্যেকের একটাই প্রশ্ন, কী এমন ঘটলো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী দলের অন্দরে বাইরের লোকের অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন।এই প্রশ্নের জবাব পাওয়া না গেলেও দলে যে সব কিছু ঠিকঠাক চলছে না,তা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে।এই জল শেষ পর্যন্ত কতটুকু গড়ায়, এখন সেটাই দেখার।এদিকে, বিপ্লব দেবের সাংবাদিক সম্মেলনের বক্তব্য নিয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিপ্লববাবুর সাংবাদিক সম্মেলন আমিও দেখেছি। কেন তার ক্ষোভ? এই বিষয়ে তার সাথে কথা বলবো। বিপ্লব দেবও আমাদের নেতা, মানিক সাহাও আমাদের নেতা। সবাইকে নিয়েই আমরা একসাথে চলবো।

FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp
Dainik Digital

Recent Posts

জুলাই মাসে হবে শিলান্যাস,জিরানীয়ায় ৮০ কানি জমিতে তৈরি হবে অত্যাধুনিক পার্ক: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন মানচিত্রে জিরানীয়া মহকুমা এমএন কলোনিকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।…

4 hours ago

সামগ্রিক উন্নয়ন নিয়ে কথোপকথন, মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগন!!

অনলাইন প্রতিনিধি :-সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা…

6 hours ago

কৃষির উন্নয়নে নতুন রূপরেখা রাজ্যের: রতন!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের জল বিভাজিকা প্রকল্পের মধ্য দিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামটিকে কৃষির উন্নয়নের স্তরে…

6 hours ago

বেকার নিয়ে খেলা!!

ভয়ংকর হারে রাজ্যে বাড়ছে বেকার। সেই তুলনায় নিয়োগ নেই।এই অভিযোগ বোম ছাত্র সংগঠনের।ভয়ংকর তথ্য তুলে…

6 hours ago

উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দর, তাজহোটেল!!

অনলাইন প্রতিনিধি :-বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বইয়ের শিবাজি মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দর!…

7 hours ago

ফের হাজির কোভিড ১৯, সিঙ্গাপুর-হংকং বিপর্যস্ত!

অনলাইন প্রতিনিধি :-হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে।…

7 hours ago