রাজ্য থেকেও পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-আরও এক ধাপ কঠোর সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজ্য থেকে সমস্ত পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ২দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২৭ এপ্রিলের মধ্যে সমস্ত পাকিস্তানিকে ভারত ছাড়তে হবে। এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকল রাজ্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান। বৈঠক চলাকালীনই সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের রাজ্য থেকে পাকিস্তানের বাসিন্দাদের ফেরত পাঠানো হোক।

Dainik Digital: