রাজ্যে দুটি জাতীয় স্কুল ক্রীড়ার আসর,প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক ৭ই!!

অনলাইন প্রতিনিধি :-চলতি মাসেই রাজ্যে হতে যাচ্ছে ৬৯তম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব সতেরো দাবা আসর। ২৭-৩০ নভেম্বর চারদিনব্যাপী হচ্ছে এই আসর। এর পরে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে রাজ্যে হতে চলছে জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ছেলেদের যোগাসন প্রতিযোগিতা। ফলে খুব একটা সময় নেই আর ‘আয়োজক ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের হাতে। আসন্ন জাতীয় স্কুল ক্রীড়ার দুটি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন ও তার প্রস্তুতি নিয়ে আগামী সাত নভেম্বর ক্রীড়ামন্ত্রীর সভাপতিত্বে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। রাজধানীর খেজুরবাগানস্থিত শহিদ – ভগৎ সিং যুব আবাসে ওইদিন বেলা এগারোটায় এই বৈঠক হবে। ওই বৈঠকেই এই দুটি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজনের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বাজেট চূড়ান্ত করা থেকে শুরু করে প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন কমিটি গঠন করা হবে। এমনটাই জানালেন ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমঙ মগ। পাশাপাশি তিনি আরও জানান, জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব সতেরো ছেলেদের যে ফুটবল আসর রাজ্যে হবার কথা ছিল তা আর এখানে হচ্ছে না। ফুটবল আসরটি রাজ্যে করা হবে না বলে এসজিএফআইকে জানিয়ে দেওয়া হয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের তরফে। ফলে এখন দাবা এবং যোগাসন এই দুটি ইভেন্ট এ বছর করা হচ্ছে ত্রিপুরায়। আগামী সাত নভেম্বরের বৈঠকে চেস এবং যোগাসন দুটি ইভেন্টে জাতীয় স্কুল ক্রীড়া আসরের আয়োজনে যাবতীয় প্রস্তুতি ও রূপরেখা ঠিক করা হবে।
ক্রীড়ামন্ত্রী তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান টিংকু রায় নিজে থাকছেন এই বৈঠকে। তার পরামর্শ ও নির্দেশ মেনে সব কিছু ঠিক করা হবে। ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমঙ মগ আরও জানান, আগামী ২৭-৩০ নভেম্বর অনূর্ধ্ব সতেরো জাতীয় স্কুল দাবা আসরটি হচ্ছে। ছাব্বিশ নভেম্বর বাইরের সমস্ত টিমগুলো এখানে চলে আসবে।আশা করা যাচ্ছে ৩০/৩৫টি টিম এতে অংশ নেবে। স্বাগতিক ত্রিপুরা তো রয়েছেই। প্রতিযোগিতার এক সপ্তাহ আগে এন্ট্রির কাজ সম্পন্ন হবে। এর পরেই স্পষ্ট বোঝা যাবে কয়টি টিম এতে অংশ নিচ্ছে।
এদিকে, জানা গেছে, আগরতলায় রাজধানীর এনএসআরসিসি কমপ্লেক্সে স্কুল দাবার আসরটি হবে।নয় রাউন্ডের খেলা হবে বলে জানা গেছে। যদিও এসজিএফআই-এর তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে, বহি:রাজ্য থেকে যে টিমগুলো আসবে তাদের প্লেয়ারদের থাকা খাবার বন্দোবস্ত ইতিমধ্যেই সেরে নেওয়া হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, শহিদ ভগৎ সিং যুব আবাসে এবং বাধারঘাটে ত্রিপুরা স্পোর্টস স্কুলে প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হবে। এদিকে, দাবা এবং যোগাসন দুটি ইভেন্টে ত্রিপুরা দল গঠনের কাজ প্রায় সেরে নেওয়া হয়েছে। জানা গেছে, চলতি সপ্তাহে এই দুটি ইভেন্টে বিশেষ কোচিং ক্যাম্প শুরু করতে চলছে স্কুল স্পোর্টস বোর্ড।

Dainik Digital: