রাজ্যে চালু হল বেসরকারী ক্যান্সার হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-মারণব্যাধি
ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের উন্নততর চিকিৎসা পরিষেবা প্রদান করতে রাজ্যে চালু হলো একমাত্র বেসরকারী ক্যান্সার হাসপাতাল ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট। রাজধানীর আইএলএস হাসপাতালের সাথে অংশীদারিত্বে হাসপাতালের ২টি ফ্লোরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে আইওসিআই। মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান আইওসিআই আগরতলার দায়িত্বে থাকা এমডি রেডিয়েশন অনকোলজিস্ট ডা. গৌতম মজুমদার। বর্তমানে ওপিডি/ডে কেয়ার, পেট-সিটি এবং রেডিয়েশন থেরাপির সুবিধা প্রদান করছে আইওসিআই। এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন নিউক্লিয়ার মেডিসিন পেট সিটি ফিজিশিয়ান ডা. গৌরব কুমার দুবে, মেডিকেল অনকোলজিস্ট ডা. দেবলীনা গঙ্গোপাধ্যায়, রেডিয়েশন থেরাপিস্ট ডা. দেবাঞ্জন চক্রবর্তী এবং সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. তপন শর্মা। জানানো হয়, আইওসিআইতে রয়েছে শল্যচিকিৎসক, মেডিকেল ও রেডিয়েশন অনকোলজিস্ট এবং নিউক্লিয়ার মেডিসিন চিকিৎসক সহ রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট এবং সহায়ক চিকিৎসকের দল। নিয়মিত ডায়াগনস্টিক টুল, শল্যচিকিৎসার উন্নত কৌশল, রেডিয়েশন থেরাপির অগ্রগতি এবং টার্গেটেড থেরাপির মাধ্যমে ক্যান্সার ক্রমেই নিরাময়যোগ্য রোগ হিসেবে চিহ্নিত হচ্ছে বলে জানিয়ে রাজ্যে ক্যান্সার রোগ সম্পর্কে বিভিন্ন
পরিসংখ্যান তুলে ধরেন ডা.গৌতম মজুমদার।

Dainik Digital: