অনলাইন প্রতিনিধি :-সোমবার দু’দিনের ত্রিপুরা সফরে রাজ্যে আসছেন ত্রিপুরা পর্যটনের ব্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। সোমবার সন্ধ্যা ৬ টায় বিমানযোগে আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছোবেন তিনি।এরপর সেখান থেকে সরাসরি চলে যাবেন আগরতলা রাজ বাড়িতে। সেখানে চুক্তি বিনিময়ের পর সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন সৌরভ গাঙ্গুলি।এরপর পরের দিন সকালে অর্থাৎ মঙ্গলবার সকালে আগরতলা থেকে ছবিমুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।সেখানে একটি শ্যুটিং রয়েছে সৌরভ গাঙ্গুলির। শ্যুটিং শেষ করে সেখান থেকে সরাসরি চলে আসবেন আগরতলা রাজবাড়িতে। সেখানেও মধ্যাহ্নভোজন ও শ্যুটিং শেষে এদিন সন্ধ্যায়ই বিমানযোগে ফিরে যাবেন কোলকাতা। রবিবার রাজধানী আগরতলার গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
রাজ্যে আসছেন সৌরভ গাঙ্গুলি!!
Leave a Comment