অনলাইন প্রতিনিধি :-যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অন্তর্গত ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৯ বয়েজ এবং গার্লস ওয়েট লিফটিং সিলেকশন ট্রায়াল শুরু হয়েছে আগরতলা এনএসআরসিসি ওয়েট লিফটিং হলে। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্কুল স্পোর্টস বোর্ডের অধিকতা তাইপং মগ সহ অন্যান্যরা।
- Dainik Digital in খেলাগুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং!!
Leave a Comment