রাজীব গান্ধী হত্যা মামলায় ৬ হত্যাকারীকে মুক্তি দিল সুপ্রিমকোর্ট

শুক্রবার রাজীব গান্ধী হত্যা সংক্রান্ত এক মামলার শুনানিতে, নলিনী শ্রীহরণ সহ ৫ জনকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ৩১ বছর পর জেল থেকে মুক্তি পাচ্ছে রবিচন্দ্রন, নলিনী শ্রীহরণ, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর এক জনসভায় আত্মঘাতী হামলায় খুন হন রাজীব গান্ধী।

সেই ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। তারপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা জানিয়ে দিয়েছিল সাজাপ্রাপ্তরা। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তামিলনাড়ু সরকার আবেদন জানায়, হত্যাকারীরা ৩০ বছরের ওপর সাজা পেয়েছে। এবার তাদের মুক্তি দেওয়া হোক। তামিলনাড়ু সরকারের আবেদনে সাড়া দিয়ে শুক্রবার বাকি ছয় হত্যাকারীকে মুক্তি দিল আদালত। এর আগে চলতি বছরের মে মাসে আরও এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে মুক্তি দেওয়া হয়েছিল।

Dainik Digital: