অনলাইন প্রতিনিধি :-আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩৩ তম মৃত্যুবার্ষিকী। তিনি তার মা এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরামবুদুরে আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে, এনটিটিআই সন্ত্রাসীরা rdx বিস্ফোরণের মাধ্যমে উনাকে হত্যা করে। তখন উনার বয়স ছিল ৭৬ বছর। আজ উনার ৩৩তম মৃত্যু বার্ষিকী। এই দিনটিকে সন্ত্রাসবিরোধী দিবস হিসেবেও পালন করা হয়। গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে পালন করা হলো। এদিন সকালে কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধী ঘাটের শহীদ ব্যতীত শ্রদ্ধা নিবেদন করেন তারা। পাশাপাশি রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কংগ্রেস ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা প্রথমেই দেশের উন্নয়নে রাজীব গান্ধীর বিভিন্ন কাজগুলোর কথা তুলে ধরেন। তিনি আরও বলেন ভারতবর্ষ উন্নয়নের পথে চললেও বর্তমান সরকার এই দেশকে রাজীব গান্ধীর প্রদর্শিত পথ থেকে বিচ্যুত করেছে। সারা দেশ জুড়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করে ভারতের সংহতিকে বিনষ্ট করে দেশের সংবিধানকে বিলুপ্ত করার পথে হাটছেন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…