রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই মহিলা সংরক্ষণ বিল : কংগ্রেস।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস করিয়েও কেন কার্যকর করা হবে না এখন? শুক্রবার দেশের অন্য রাজনৈতিক দলগুলির পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এই প্রশ্ন তোলা হয়েছে। যদিও এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশমতো শুক্রবার দলের সবকটি প্রদেশ, সিডব্লিউসি মেম্বার এবং সিএলপি নেতৃত্বরা একপ্রকার চাপের মুখে ফেলে দেয় শাসক বিজেপিকে। সংরক্ষণ বিলে সমর্থন জানালেও এককাট্টা মনোভাব পোষণ করে বিরোধী অন্য রাজনৈতিক দলগুলির সাথে।

প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, আসন্ন লোকসভা কিংবা লোকসভা পরবর্তী বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে যদি তা কার্যকর করা না-ই যায়, তবে তড়িঘড়ি এই বিল পাসের মানেটাইবা কী? ইণ্ডিয়া জোটের সাথে একমত কংগ্রেস মনে করছে, রাজনৈতিক লাভালাভ আর মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘুরিয়ে দিতেই মোদি সরকারের এই কৌশল। বিশেষ করে মহিলাদের দৃষ্টিকে মোদি সরকারের ব্যর্থতার দিক থেকে আড়াল করতেই এ ধরনের চমকদারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন কংগ্রেস – ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মণ। শুধু তাই নয়, তিনি
বললেন, ডিলিমিটেশন নিয়েই যতো সব সমস্যা দেখা দিয়েছে। আর তা করতে গেলে ২০১১ সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ীই তা করা যেত। এদিকে, শ্রীবর্মণ এদিন সংরক্ষণ আইনে ওবিসিদের অন্তর্ভুক্তিকরণের বিষয়টি নিয়েও জোরালো দাবি জানান। তিনি বলেন, সম্প্রদায়ের ভিত্তিতে সেন্সাসের কথা অনেক আগে থেকেই জানিয়ে আসছে কংগ্রেস। কিন্তু শাসক বিজেপি কোনও অবস্থাতেই তাতে কর্ণপাত করছে না। তার কথা অনুযায়ী ১৯৩১ সালের সেন্সাস অনুযায়ীই ৪৫ শতাংশ ওবিসি রয়েছে এই দেশে। অথচ বাজেটের মাত্র পাঁচ শতাংশ টাকাই খরচ করা হচ্ছে তাদের জন্য। এ থেকেই স্পষ্ট হয় তাদের বঞ্চনার ছবি। রাজ্যের ক্ষেত্রেও যে ২৭ শতাংশ ওবিসি সম্প্রদায়ভুক্ত জনগণ রয়েছেন তারাও নানাভাবে নানা দিক থেকে বঞ্চিত হয়ে আসছেন। কেন্দ্র, এমনকী রাজ্যের নানা প্রকল্পগুলির সুবিধা গ্রহণেও বঞ্চিত হয়ে আসছেন তারা। সংরক্ষণ বিলে এদিন তিনি এসসি, এসটিদের হয়েও সুর চড়িয়েছেন। ইতিহাস ঘেঁটে শ্রীবর্ষণ বলেন, কংগ্রেস সর্বদাই জনগণের হয়ে কথা বলে এসেছে। ২০১১ সালে তৎকালীন সময়ে ড. মনমোহন সিং সরকার এজন্যই সম্প্রদায়ের উপর ভিত্তি করে সেন্সাস করে। রাজ্যের ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা ব্লক এলাকার শানখলা গ্রামে এই সেন্সাসটি হয় প্রথমবারের মতো। এরপর ২০১৫ সালে বিজেপিশাসিত সরকারের অর্থমন্ত্রী সেসময় তা অনুধাবন করেন।একই সাথে উঠে আসে নানা ত্রুটি বিচ্যুতির বিষয়। ২০১৬ সালের ৩১ আগষ্টই তাতে সংশোধন এনে জমা করা হয় সংসদে। শ্রীবর্মণের কথায়, মোদি সরকার সেসব প্রসঙ্গ এখন জনসমক্ষে আনতে চাইছে না। সাংবাদিক সম্মেলনে এদিন পিসিসি সভাপতি আশিস কুমার সাহাও উপস্থিত ছিলেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

3 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago