রাখাল শিল্ডে চ্যাম্পিয়ান এগিয়েচলো!

এমএল প্লাজা রাখাল মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টে শিরোপা দখল করল এগিয়ে চলো সংঘ। একুশ নভেম্বর থেকে ছটি দলকে নিয়ে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এগিয়ে চলো সংঘ সেমিফাইনালে বীরেন্দ্র ক্লাব কে ৬-০ গোলে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছিল। অপরদিকে ফরোয়ার্ড , লাল বাহাদুর ব্যায়ামাগার কে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে আসে। রবিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফরওয়ার্ড ক্লাব কে দুই এক গোলে পরাজিত করে শিরোপা দখল করে এগিয়ে চলো সংঘ।

Dainik Digital: