অনলাইন প্রতিনিধি :- বৃহস্পতিবার বিহারে নির্বাচন শুরু। তার ঠিক একসপ্তাহ আগে খু*ন হলেন লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদব। এদিন রাজ্যের মোকামায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হলে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মৃ*ত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, তিনি জনসুরজ পার্টির প্রার্থী পীযূষ প্রিয়দর্শীর হয়ে প্রচারে গিয়েছিলেন।