যুবকের মৃত্যুর ঘটনায় তপ্ত গণ্ডাছড়া, বাড়িঘরে হামলা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- অনভিপ্রেত ঘটনায় থমথমে গণ্ডাছড়া মহকুমা। প্রশাসনের তরফে ৪৮ ঘন্টার জন্য ১৬৩ বিএনএস (১৪৪) ধারা জারি করা হয়েছে। মোতায়েন হয়েছে প্রচুর নিরাপত্তা বাহিনী। অভিযুক্ত চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জেল হেপাজতে পাঠিয়েছে আদালত। ঘটনা গণ্ডাছড়া মহকুমার ষাট কার্ড এলাকায়। আনন্দমেলার আসরে মানসিক ভারসাম্যহীন যুবককে বাঁচাতে গিয়ে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বেধড়ক মার খায় ৩৩ কেভি এলাকার কলেজ পড়ুয়া পরমেশ্বর রিয়াং। রবিবার রাতে তাকে মারাত্মক আহত অবস্থায় পাঠানো হয় জিবি হাসপাতালে। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তার। এই খবর মহকুমায় পৌঁছতেই উত্তেজনা চরমে পৌঁছে। বন্ধ হয়ে যায় দোকান, বাজার। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। মহকুমা প্রশাসন আগামী ৪৮ ঘন্টার জন্য ১৬৩ বিএনএস (১৪৪) ধারা বলবত করে। মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় নিরাপত্ত বাহিনী। তারপরও মানুষের মধ্যে বিরাজ করছে ভয় ও আতঙ্ক। প্রশাসনে তরফে আশ্বস্ত করা হয়েছে পরিস্থি স্বাভাবিক হচ্ছে। কড়া নজর রেখে প্রশাসন। মহকুমায় জল কামান রয়েছে বিশাল সিআরপিএফ, টিএসআর, পুলিশবাহিনী। ধলাই জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এডিএম মহকুমায় ঘাঁটি গেড়ে নজর রাখছেন পরিস্থিতির উপর। যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গণ্ডাছড়া মহকুমাজুড়ে শোকের ছায়া নেমে আসে।এদিকে, রাতে একদল উন্মত্ত জনতা বহু বাড়িঘরে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এসডিপিও সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আক্রান্ত হন বলে জানা গেছে।
গভীর রাতের সংবাদে জানা গেছে, নারায়ণপুর, হরিপুর, ৩০ কার্ড এলাকায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভীত, সন্ত্রস্ত এলাকার মানুষ নিরাপত্তার অভাব বোধ করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পুলিশের একটি সূত্রে জানা গেছে, যুদ্ধকালীন তৎপরতায় এলাকায় হিংসা দমনে সক্রিয় রয়েছে সশস্ত্র পুলিশ।

Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

8 mins ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

1 hour ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

2 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

3 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

3 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

4 hours ago