যুবকের দেহ উদ্ধার !!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, গন্ডাছড়া।। স্নান করতে গিয়ে তালিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো বৃহস্পতিবার।
গতকাল বুধবার বোয়ালখালী এলাকার বুদ্ধ জয় চাকমা পাড়ার রঞ্জিত ত্রিপুরা (২৪) নামে এক যুবক স্নান করতে গিয়ে রাইমা নদীতে তালিয়ে যায়। এলাকার লোকজন বহু খোঁজা খুঁজি করেও ওই যুবকের হদিশ পায়নি। পরবর্তী সময় রইস্যাবাড়ি অগ্নিনিবারক দপ্তরকে খবর দেওয়া হয়।

দপ্তরের কর্মীরা ছুটে আসে এবং তারাও খোঁজা খুঁজি করে যুবককে উদ্ধার করতে ব্যার্থ হয়। বৃহস্পতিবার এন ডি আর এফের টিম গন্ডাছড়া ছুটে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর একটা নাগাদ ওই যুবকের মৃত দেহ উদ্ধার করা হয় জল থেকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Dainik Digital: