যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে যাবে, এ কথাই বললেন।বিগত তিনদিন ধরে লাগাতার হামলা চালায় পাকিস্তান। ভারত সেই সমস্ত হামলাই প্রতিহত করেছে। পাল্টা প্রত্যাঘাতও করছে।
যুদ্ধ আবহেই শনিবার হঠাৎ উল্টো সুর গাইলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দর। তিনি বললেন, পাকিস্তান পিছু হটতে রাজি। ভারত যদি তাদের মিলিটারি প্রত্যাঘাত থামিয়ে দেয়, তবে তারাও থেমে যাবে।

Dainik Digital: