যুক্ত হবে স্কাই ওয়াক, বুঞ্জি জাম্পিং: সুশান্ত!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- পাল্টে যাবে রাজ্যের নজরকাড়া পর্যটন শিল্প জম্পুই পাহাড়ের ইডেন টুরিস্ট লজের চিত্র। আন্তর্জাতিক মানের করা হবে ইডেন টুরিস্ট লজের পর্যটক পরিষেবা। গোটা ইডেন টুরিস্ট লজের খোলনলচে পাল্টে ফেলা হবে। ইডেন পুরানো টুরিস্ট লজ ভেঙে ওই স্থানে পাঁচ-ছয় তলা বিশিষ্ট আন্তর্জাতিকমানের টুরিস্ট লজ করা হবে। এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ ব্যাপারে রাজ্য সরকারের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, আমূল পরিবর্তন হবে গোটা রাজ্যের পর্যটন শিল্পের। তাছাড়া পুরোপুরি পাল্টে যাবে জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পের চিত্র। রাজ্যের বিভিন্ন মহকুমায়স্থিত টুরিস্ট লজগুলি উন্নত করা হচ্ছে। নতুন টুরিস্ট লজের নির্মাণ পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের শৈল পাহাড় হিসাবে পরিচিত জম্পুইয়ের হাতছানিতে প্রতিদিন রাজ্য, বহি:রাজ্যের পর্যটকরা ভিড় জমাচ্ছেন। প্রায় প্রতিদিন যে বিশাল সংখ্যক পর্যটক যাচ্ছেন তাতে জম্পুই পাহাড়ের ভাংমুন সরকারী টুরিস্ট লজ ইডেনে পর্যটকদের থাকার স্থান সংকুলান হচ্ছে না। তবে এই সমস্যা আর থাকবে না। ইডেন টুরিস্ট লজকে আন্তর্জাতিক মানের থ্রি স্টার টুরিস্ট লজ করা হবে। থ্রি স্টার ইডেন লজ নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা, স্কাই ওয়াকের জন্য ৩৫ কোটি টাকা, Bungee jumping
২০ কোটি টাকা। এদিকে পর্যটকসহ রাজ্যবাসীর অভিমত রাজ্যের পর্যটন মন্ত্রী হিসাবে সুশান্ত চৌধুরী দায়িত্ব নেওয়ার পর জম্পুই পাহাড়ের পর্যটন শিল্প অনেক এগিয়ে গেছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন টুরিস্ট লজেও ক্রমশ পর্যটকদের ভিড় বাড়ছে। রাজ্যের শৈল শহর হিসাবে পরিচিত জম্পুইয়ের হাতছানিতে প্রতিদিন প্রচুর সংখ্যক রাজ্য, বহি:রাজ্যের পর্যটকরা ভিড় জমায়। সুশান্ত চৌধুরী জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি করেছেন বলে সেখানের লুসাই বাসিন্দাদের অভিমত। জম্পুই পাহাড়ের যোগাযোগ মাধ্যম উন্নত হয়েছে। ফলে পর্যটকদের জম্পুই পাহাড়ের প্রতি আকর্ষণ বাড়ছে। ভবিষ্যতে মিজোরাম ত্রিপুরার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। বিগত কয়েক বছর ধরে আমূল পরিবর্তন হয়েছে জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পের। জম্পুই পাহাড়ে গেলেই বুঝা যায় পর্যটন শিল্পের উন্নয়ন অনস্বীকার্য। জম্পুই পাহাড়ে পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
বিশেষ করে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের পর্যটন শিল্পের ব্যাপক
উন্নয়ন করেছেন। পর্যটন মন্ত্রী রাজ্যের পর্যটন শিল্পের বিকাশের স্বার্থে জম্পুই
পাহাড়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার পদক্ষেপ নিয়েছেন। শৈল শহর হিসাবে পরিচিত জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পের আরও গুরুত্ব বাড়াতে ভাংমুনের ইডেন টুরিস্ট লজ ভেঙে নতুন বিশাল আকারের টুরিস্ট লজ হচ্ছে। যার জন্য প্রায় পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। হবে থ্রি স্টার ক্যাটাগরির টুরিস্ট লজ। জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে পর্যটকরা মুগ্ধ হচ্ছে। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি জম্পুই পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। জম্পুই স্বল্প আয়তনের পাহাড়ি এলাকা হলেও বিদ্যমান পর্যটক আকর্ষণে যে বৈচিত্র্য তা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। গোটা দেশে জম্পুই পাহাড়ের পর্যটন শিল্প আজ বৃহত্তম শিল্প হিসেবে স্বীকৃত। স্মার্ট জম্পুই গড়তে এবং পর্যটন শিল্পের উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত্র আন্তরিক।
জম্পুই পাহাড়ের পর্যটন শিল্পকে আন্তর্জাতিকমানে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার সুবাদে জম্পুই সহ গোটা উত্তর জেলায় খুশির বন্যা বইছে। জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছে। স্বাভাবিকভাবে এ সৌন্দর্যের লীলাভূমি জম্পুই পাহাড়ের পর্যটন শিল্প উন্নয়নের সম্ভাবনা অপরিসীম। জম্পুই পাহাড় স্বল্প আয়তনের অঞ্চল হলেও বিদ্যমান পর্যটক আকর্ষণে যে বৈচিত্র্য তা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। এ বছর জম্পুই পাহাড় ভ্রমণে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন।

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

5 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

5 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

6 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

6 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

6 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago