অনলাইন প্রতিনিধি :- মাওবাদী সন্ত্রাসমুক্ত ভারতই লক্ষ্য ২০২৬ মার্চ। মাত্র ১৭ দিন আগে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের শীর্ষ বৈঠকে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীথারামারাজু জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে। হিডমার। একাধিক বড় মাওবাদী হামলার নেপথ্য কারিগর হিসেবে জড়িত ছিল সে। ২০১০ সালে দান্তেওয়াড়ায় সিআরপিএফেএর ৭৬ জওয়ানকে হত্যা, ২০১৩ সালে ঝিরম ঘাটির কংগ্রেস নেতাদের ওপর হামলায় ২৭ জনের মৃত্যু, সবক’টিতেই তাঁর সরাসরি ভূমিকা ছিল। একইভাবে ২০২১ সালে সুকমা–বিজাপুর হামলায় ২২ জন নিরাপত্তারক্ষীর মৃত্যুও তাঁর নেতৃত্বেই ঘটেছিল।