মোবাইল চুরিতে বাচ্চা গ্যাং!!!

অনলাইন প্রতিনিধি || ভিড়ের মধ্যে বাজার করতে যাচ্ছেন? তার আগে সাবধান হয়ে যান। বহিঃরাজ্যের বাচ্চা গ্যাং হয়তো ভিড়ের মধ্যে হাতিয়ে নিতে পারে আপনার দামী মোবাইল। এমনই একটি বাচ্চা গ্যাং বিভিন্ন বাজারে ঘুরে মোবাইল চুরি করছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে ভিড়েঠাসা আগরতলা লেক চৌমুহনী বাজারে এক ভদ্রলোক লঙ্কা ক্রয় করছিলেন। সেই সময় একটি বাচ্চা ছেলে ওনার পকেট থেকে দামি মোবাইল খানি হাতিয়ে নেয়। তবে তিনি ঘটনাটি টের পেয়ে বাচ্চা ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলেন। ছেলেটির পকেটে তল্লাশি চালিয়ে উনার মোবাইল খানি উদ্ধার হয়। এই ঘটনায় বাজারের ক্রেতাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Dainik Digital: