Categories: দেশ

মোদির সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের!!

এই খবর শেয়ার করুন (Share this news)
FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬-র ৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নোটবাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই সময় তিনি বাজারে চালু থাকা ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা বলেছিলেন। কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ৫৮ টি আবেদন করা হয়েছিল।

দীর্ঘ শুনানি শেষে সোমবার ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছে, কেন্দ্রের সিদ্ধান্তই সঠিক। সুপ্রিম কোর্টের রায়ে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে বহাল রেখে ৫৮ টি আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের রায়ে আরও বলা হয়েছে, নোটবন্দির সিদ্ধান্তে কোনও আইনি বা সাংবিধানিক ত্রুটি ছিল না। পাঁচ সদস্যের বিচারপতি বেঞ্চের অন্যতম বিচারপতি গাভাই বলেছেন, নোট বাতিলের আগে কেন্দ্র ও আরবিআইএ-র মধ্যে বিষয়টি নিয়ে ছয়মাস ধরে আলোচনা হয়েছিল। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্ট মনে করে এই ধরনের একটি ব্যবস্থার জন্য একটি যুক্তি সঙ্গত সম্পর্ক ছিল।

বিচারপতি এসএ নাজিরের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি এসএ নাজির আগামী ৪ জানুয়ারি অবসর নেবেন। বিচারপতি গাভাই এবং বিচারপতি নাজির ছাড়া আরও যে তিনজন বিচারপতি এই ডিভিশন বেঞ্চে ছিলেন, তাঁরা হলেন, বিচারপতি নাগারথনা, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রমানিয়ান।

উল্লেখ্য, নোটবন্দীর সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলি গোটা দেশে মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছিলো। সেই সমালোচনা আজও অব্যাহত আছে। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সোমবার মোদির সিদ্ধান্তকে ক্লিনচিট দিয়ে বিরোধীদের দাবিকে নস্যাত করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত মোদি ও কেন্দ্রীয় সরকারকে অনেকটা অক্সিজেন দেবে বলে রাজনৈতিক মহলের অভিমত।

FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp
Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

12 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

12 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

13 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

14 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

14 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

15 hours ago