যার মৃত্যুশোকে কেঁদে একাকার ছিল বাড়ির লোক,যাকে মাথা থেঁতলে করা হল খুন! সেই নাকি দুবছর পর ফিরে এল বাড়িতে! বন্ধু আত্মীয় যারাই দেখছেন প্রত্যেকেই হতবাক হয়ে যাচ্ছেন। ২০২৩-এর সেপ্টেম্বর মাসে ললিতা নিখোঁজ হয়। কিছুদিন পর একটি ট্রাক দুর্ঘটনা ঘটে, যাতে মৃতের মাথা থেঁতলে যায়। সেই দেহ নিজের মেয়ের বলে শণাক্ত করেছিলেন ললিতার বাবা খোদ নিজেই। পায়ের কালো বেড়ি, হাতের ট্যাটু দেখেই দেহ চিনেছিলেন বাবা।
খুনের মামলাও দায়ের হয়। এরপর ললিতার শেষকৃত্য সম্পন্ন হয়। শুধু তাই নয়, ললিতার বাবার অভিযোগের ভিত্তিতে ইমরান, শাহরুখ, সোনু ও এজাজ নামে চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁরা জেল খাটছেন। হঠাৎ ‘ দিন দুয়েক আগে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন ললিতা। মান্দাসুর জেলায় তাঁকে দেখা যাওয়ার পরই চমকে উঠেন ললিতার বাবাও। সঙ্গে সঙ্গে থানায় ছোটেন তিনি। গান্ধী সাগর থানার পুলিশ কে সবটা জানায় ললিতার বাবা। তারপরই পুলিশ তদন্ত শুরু করে জানতে পায়, ললিতা খুন হননি, নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিলেন। ললিতা পুলিশকে বয়ান দিয়েছে, শাহরুখ নামে এক ব্যক্তি তাঁকে ভানপুরায় নিয়ে ৫ লাখ টাকার বিনিময়ে এক ব্যাক্তির কাছে বিক্রি করে দিয়েছে। সেই ব্যক্তি ললিতাকে রাজস্থানের কোটায় নিয়ে চলে যায়, যেখানে ১৮ মাস ছিলেন তিনি। তাঁর কাছে মোবাইল না থাকায় তিনি যোগাযোগ করতে পারেননি কারও সঙ্গে। কোনক্রমে পালিয়ে বাড়ি ফিরে এসেছেন তিনি। আধার কার্ড দিয়ে নিজের পরিচয়ও দেন তিনি।
পুলিশ সুপার পদ্মবিলোচন শুক্লা জানিয়েছেন, আগে ওই মহিলার ডিএনএ পরীক্ষা করা হবে, তারপরই নিশ্চিত হওয়া যাবে। আর তা নিশ্চিত হয়ে গেলেই অভিযুক্তদের ছেড়ে দেওয়া হবে।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন মানচিত্রে জিরানীয়া মহকুমা এমএন কলোনিকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।…
অনলাইন প্রতিনিধি :-সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের জল বিভাজিকা প্রকল্পের মধ্য দিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামটিকে কৃষির উন্নয়নের স্তরে…
ভয়ংকর হারে রাজ্যে বাড়ছে বেকার। সেই তুলনায় নিয়োগ নেই।এই অভিযোগ বোম ছাত্র সংগঠনের।ভয়ংকর তথ্য তুলে…
অনলাইন প্রতিনিধি :-বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বইয়ের শিবাজি মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দর!…
অনলাইন প্রতিনিধি :-হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে।…