মৃতদেহ হস্তান্তর

বিলোনিয়া রাম ঠাকুর পাড়া এলাকার বাসিন্দা আরতী রানী দাস। বয়স ৬১ বছর। অনেকটা মানসিক ভারসাম্যহীন। ৬ জুন পরিবারের কাছে খবর আসে আরতী রানী দাস আত্মহত্যা করেছে। মৃতদেহ পাওয়া গেছে মুহুরী নদীর পাড়ে একটি একাশিয়া গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায়। এলাকাটি বাংলাদেশ পরশুরাম থানার অধীন দুবলার চান এলাকা। পশুরাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃতদেহ হস্তান্তর করে বিলোনীয়া থানার পুলিশের কাছে।

Dainik Digital: