Categories: দেশ

মুদ্রাস্ফীতি স্পর্শ করল ৭ শতাংশ

এই খবর শেয়ার করুন (Share this news)

আবার মূল্যবৃদ্ধির আঁচ আগুন ছড়াচ্ছে সাধারণ মানুষের জীবনযাপনে । আশঙ্কা ছিলই । সেই আশঙ্কাই সত্য প্রমাণ করে সোমবার দেখা গেল সরকারী পরিসংখ্যান অনুযায়ী মুদ্রাস্ফীতির হার আবার ৭ শতাংশ স্পর্শ করেছে । যা অর্থনীতি এবং আমজনতার কাছে এক উদ্বেগজনক প্রবণতা । আগষ্ট মাসের খুচরো পণ্যের মূল্যসূচক দেখা যাচ্ছে ৭ শতাংশ হয়েছে । সব থেকে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে খাদ্যপণ্যের । শুধু খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৬ শতাংশ । অর্থাৎ প্রায় এক শতাংশ বৃদ্ধি । আরও লক্ষ্য করা যাচ্ছে মূল্যবৃদ্ধির সামগ্রিক এই বৃদ্ধিহারের অন্যতম কারণই হল খাদ্যপণ্যের দামবৃদ্ধি । সোমবার প্রকাশিত সরকারী রিপোর্টে দেখা যাচ্ছে , এই নিয়ে একটানা আটমাস ধরে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি হয়েই থেকে চলেছে । রিজার্ভ ব্যাঙ্কের কাছে যা একপ্রকার চরম উদ্বেগের ।

কারণ , লাগাতার রিজার্ভ ব্যাঙ্ক বলেছে , তাদের প্রয়াস কীভাবে ৬ শতাংশের নীচে নিয়ে যাওয়া হবে মূল্যবৃদ্ধির হার । আর এই প্রয়াস সফল করতে রিজার্ভ ব্যাঙ্ক মে মাস থেকে প্রতিটি নীতি নির্ধারণ কমিটির বৈঠকেই রেপো রেট বাড়িয়ে চলেছে । রেপো রেট বাড়ানো হলে ব্যাঙ্কের ঋণের উপর ধার্য সুদের হার বেড়ে যায় । আর সেক্ষেত্রে সবথেকে বড় যে সঙ্কট সৃষ্টি হয় , সেটি হল সাধারণ মানুষ বাড়ি ও গাড়ি ক্রয়ের যে ব্যাঙ্ক ঋণ গ্রহণ করেছে , সেটি পরিশোধের মাসিক কিস্তির অঙ্ক বৃদ্ধি পায় । যা মূল্যবৃদ্ধির পাশাপাশি আরও এক অতিরিক্ত আর্থিক বোঝা । বস্তুত মূল্যবৃদ্ধির হার জুলাই মাসে ছিল ৬.৭১ শতাংশ । আশা করা হয়েছিল সেটি ক্রমেই আরও কমবে । কিন্তু আগষ্টের পরিসংখ্যান সরকার ও রিজার্ভ ব্যাঙ্ককে চরম উদ্বেগে ফেলেছে । কারণ , উৎসবের মাস শুরু হয়েছে । আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশজুড়ে এই উৎসবের পরব চলবে ।

আর এই কয়েকমাস ধরে বাণিজ্যমহলের আর্থিক লেনদেন দেশের অর্থনীতি ও ট্যাক্স সংগ্রহকে বিশেষ ইতিবাচক একটি বার্তা দেয় । আশা করা হয়েছিল , যেহেতু মূল্যবৃদ্ধির হার কমে যাচ্ছে জুলাই থেকে , এই প্রবণতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের কেনাকাটা বাড়বে । কিন্তু আবার আগষ্টের মূল্যবৃদ্ধি এবং বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি – বেশি হওয়ায় আমজনতার মধ্যে ক্রয় প্রবণতা কমবে । আর সেই কারণেই জিএসটি সংগ্রহ ধাক্কা খেতে পারে । এভাবে ৭ শতাংশের মধ্যে মূল্যবৃদ্ধি ঘোরাফেরা করলে আগামীদিনে জিডিপি বৃদ্ধিহারও ধাক্কা খাবে । যা কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে । এই আর্থিক বছরের শেষে যদি দেখা যায় মূল্যবৃদ্ধির হার , জিডিপি বৃদ্ধিহার এবং জিএসটি সংগ্রহ, প্রতিটিই নৈরাশ্যজনক হয় , তাহলে অর্থনীতির চাঙ্গা হওয়ার প্রক্রিয়া বড়সড় প্রশ্নের মুখে পড়বে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজ্যে পরিকল্পিত বিদ্যুৎ নাশকতায়, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কঠোর বার্তা বিদ্যুৎমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…

14 hours ago

এক পক্ষ ও তৃতীয় পক্ষ!!

পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…

14 hours ago

ট্রমা, রেডিওলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগে বিদ্যুৎ বিপর্যয়ে চরম দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…

14 hours ago

২০ দিন পর মুক্তি পেলেন ভারতীয় বিএসএফ জওয়ান!!

অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…

15 hours ago

বিদ্যালয়ের অডিটোরিয়াম উদ্বোধন করেন বিপ্লব দেব!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…

15 hours ago

ফের বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি !!

অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…

15 hours ago