মিঠা জলের বৃহত্তম মাছ পিরারুকুর দাপটে তোলপাড় অ্যামাজন।

এই খবর শেয়ার করুন (Share this news)

মাছ তো নয়,যেন সাক্ষাৎ দৈত্য! আকারে মানুষের চেয়ে দেড় গুণ বড়।নিবাস অ্যামাজন নদীর গভীরে। তবে মাঝে মাঝে তিমির মতো সে ভেসে ওঠে।তার লেজের দাপটে তোলপাড় হয়ে ওঠে নদীর পাড়। ইদানীং তেমন ঘটনাই ঘটেছিল। কোনও ভাবে অগভীর জলে চলে এসে তীরে আটকে পড়েছিল ওই মাছ।স্থানীয় জেলের দল সেটিকে দেখতে পেয়ে শিকার করে (ছবি)।
মৎস্যকুলের দৈত্যের নাম ‘পিরারুকু’। দেখতে দানবের মতো। আকার-আকৃতিতে মানুষের অন্তত দেড় গুন। ঠাকুমার মুখে এই মাছের গল্প শুনে বড় হয় অ্যামাজনের গহন জঙ্গলের আদিবাসী শিশুরা। প্রচলিত অনেক রূপকথা আছে পিরারুকুর জন্মরহস্য ঘিরে।
অ্যামাজনের ব্রাজিলীয় অংশের পশ্চিম অঞ্চলের কানামারি উপজাতিরা মনে করে, কয়েক হাজার বছর আগে একদিন গাছের একটি পাতা টুপ করে পড়ে যায় অ্যামাজন নদীতে। ওই একটি পাতা জলে পড়তেই একটি দৈত্যাকার মাছের জন্ম হয়। পিরারুকু মাছ সম্পর্কে এএফপিকে এমন কথাই বলেছেন ওই জনজাতির প্রধান মাউরো দা সিলভা।এই মাছের বৈজ্ঞানিক নাম ‘আরাপাইমা গিগাস’। একটি পূর্ণাঙ্গ পিরারুকু ৯.৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ওজন হয় ২০০ কিলো। বিশালদেহীর কারণেই মাছ ‘অ্যামাজনের গরু’ বলেও ডাকে স্থানীয়রা।
পিরারুকু পৃথিবীর সবচেয়ে বড় মিঠা জলের মাছ। গোলাপি লেজ, চ্যাপ্টা মাথা ও গোলাকার চোখ বিশিষ্ঠ একটি সর্বভুক প্রাণী। লম্বাদেহী এ মাছ দেখতে অদ্ভুত হলেও খেতে ভীষণ সুস্বাদু। ফলে শিকারীদের কাছেও ভীষণ প্রিয় এই মাছ। চেহারা দানবের মতো হলে কী হবে, জাল ও হারপুন দিয়ে এটিকে মেরে ফেলা সহজ। পিরারুকুর চামড়াও কাজে লাগে। তৈরি হয় জুতা, ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, জ্যাকেটের মতো শৌখিন পণ্য। অন্য মাছের চেয়ে পিরারুকু স্বাদ ও পুষ্টির দিক থেকেও অনেক উৎকৃষ্ট। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো প্রায় সব বড় রেস্তোরাঁয় পাওয়া যায় পিরারুকুর ডিশ। ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘মোকা’ ডিশ তৈরি করতে পিরারুকু ব্যবহার করেন শেফ মার্সেলো বার্সেলোস। মোকা হচ্ছে মাছের তৈরি এক বিশেষ ধরনের স্যুপ। পাম তেলে ডুবিয়ে রান্না করে, ধনে পাতা সহযোগে পরিবেশন করা হয় এই ডিশ, সঙ্গে মনিয়াক ময়দা ও বাদাম। ডিশটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন চোখ জুড়ানো। । নোনাজলের পোলক বা কড় মাছের মতোই সুস্বাদু বলে পিরারুকুকে ‘অ্যামাজনের কড’ বলেও ডাকা হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

13 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

14 hours ago