মান্দাই- খুমুলুঙে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব, গুলীতে আহত নেতা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- নিগোবাণিজ্যকে ঘিরে মান্দাই ও খুমুলুঙে গুলীকাণ্ডের পর এবার এক বিজেপি নেতাকে গুলী করে আহত করে দুষ্কৃতীরা। আহতের নাম হৈতরাই দেববর্মা। তার বাড়ি রাধাপুর থানাধীন মহিঠাকুর পাড়ায়। অভিযোগ, গতকাল রাত প্রায় সাড়ে দশটা নাগাদ পাঁচ ছয়জনের দুষ্কৃতী দল হৈতরাই দেববর্মার বাড়িতে তাণ্ডব চালায়। দুষ্কৃতীদের ভয়ে তিনি ঘর ছেড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে গুলী করে। হৈতরাই দেববর্মার আঙুলে গুলী লাগে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। খবর পেয়ে রাতে পুলিশ ছুটে গেলেও পালিয়ে যায় আক্রমণকারীরা। এ ব্যাপারে পাঁচ-ছয় জনের নামধাম জানিয়ে থানায় মামলা করেন আহত। ঠিকাদারি নিগোসিয়েশন বাণিজ্যকে ঘিরে গত বুধবার সন্ধ্যায় বিজেপির এক নেতাকে লক্ষ্য করে তার বাড়িতে গুলী চালালো দুষ্কৃতীরা। ওই রাতে বিজেপির দলীয় অফিস ভাঙচুর ও গুলী চালানোরও অভিযোগ উঠেছে। ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একজনকে গুলী করে আহত করার ঘটনায় খুমুলুঙ এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরপর মান্দাই ও খুমুলুঙ এলাকায় গুলী চালানোর ঘটনায় অবশেষে রাস্তায় নামল মানুষ। শুক্রবার এলাকায় শান্তি বিনষ্টকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানুষ রাধাপুর থানার ওসির হাতে ডেপুটেশন দিল। গত বুধবার মান্দাই ও খুমুলুঙে গুলী চালানোর পর ফের গতরাতে এক বিজেপি নেতাকে গুলী করে আহত করার ঘটনায় বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ। মান্দাই ও রাধাপুর থানায় পৃথকভাবে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।
এ ব্যাপারে বিজেপি নেতা রামানন্দ দেববর্মার বাড়িতে তাকে লক্ষ্য গুলী চালানোর ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। অভিযুক্তরা হল ফেন্সিস দেববর্মণ (২১) বাড়ি উদয় কোবরা পাড়া ও বিশ্বনাথ দেববর্মা (২০) বাড়ি বুরাখা চৌমুহনী। অভিযুক্তদের শুক্রবার পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে বলে খবর। অন্যদিকে খুমুলুঙ বিজেপির দলীয় অফিস ভাঙচুর, গুলী চালানো এবং গতরাতে বিজেপি কর্মীকে গুলী করে আহত করার ঘটনায় অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের সন্ধানে গত রাত ভর তল্লাশি চালিয়েছে বলে খবর। তবে যাদের বিরুদ্ধে রাধাপুর থানায় মামলা হয়েছে তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি পুলিশের। একের পর এক গুলীকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোথা থেকে খুমুলুঙ এলাকায় পিস্তল আসছে এ নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নিগোবাণিজ্যকে ঘিরে মান্দাই ও রাধাপুর থানা এলাকায় গুলীকাণ্ডের একের পর এক ঘটনায় বেআইনিভাবে এক দুষ্কৃতী অস্ত্র আমদানি করারও অভিযোগ উঠেছে। কে সরবরাহ করছে একের পর এক পিস্তল, কোথা থেকে আসছে তা এখন প্রশ্নের। মানুষ এলাকায় শান্তি বিনষ্টকারী নিগোমাফিয়াদের গ্রেপ্তার করার দাবি তুলছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

10 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

10 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

20 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

21 hours ago