মাতাবাড়ি কল্যাণ দীঘির জলে নর কঙ্কালের মুন্ড!!!

অনলাইন প্রতিনিধি || উদয়পুর মাতাবাড়ি কল্যাণ দীঘির জলে নর কঙ্কালের মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে l বুধবার সকালে স্থানীয় জনগন প্রাতঃভ্রমণে বেড়িয়ে দেখে, কল্যাণ দীঘির জলে ভেসে আছে নর কঙ্কালের মুন্ড l খবর যায় পুলিশে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। জল থেকে নরমুন্ডু উদ্ধার করে তদন্ত শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে এবং কোথায় থেকে এলো এই নর কঙ্কালের মুন্ডু। এই ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Dainik Digital: