অনলাইন প্রতিনিধি :-মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়ল। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় কপ্টারের একজন পাইলটের। দ্বিতীয় জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকাল ১১.২৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে আটলান্টিক কাউন্টির হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে। দমকলকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত কপ্টার দুটির আগুন নেভান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সংঘর্ষের মুখে পড়া দুটি হল এনস্ট্রম এফ-২৮এ হেলিকপ্টার এবং দ্বিতীয়টি এনস্ট্রম ২৮০সি হেলিকপ্টার। দুর্ঘটনার সময় তাতে দু’জন পাইলটই ছিলেন।
- Dainik Digital in বিদেশ
মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের!
Enstrom 280C helicopter accidentEnstrom F-28A helicopter crashFAA হেলিকপ্টার তদন্তআকাশে মুখোমুখি সংঘর্ষআটলান্টিক কাউন্টি হেলিকপ্টার দুর্ঘটনাএনস্ট্রম হেলিকপ্টার সংঘর্ষগুরুতর আহত পাইলটদমকল বাহিনী আগুন নেভালদুই হেলিকপ্টারের সংঘর্ষপাইলটের মৃত্যু হেলিকপ্টার দুর্ঘটনায়মাঝ আকাশে বিমান দুর্ঘটনামাঝ আকাশে হেলিকপ্টার সংঘর্ষমার্কিন যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনারবিবার সকালের দুর্ঘটনাহেলিকপ্টার ক্র্যাশ সংবাদহেলিকপ্টার দুর্ঘটনা খবরহেলিকপ্টার ভেঙে পড়লহ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দর দুর্ঘটনা
Leave a Comment