মাঝ আকাশে বিমানে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ১৭৯ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বার নিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। মাঝ আকাশে কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আইএক্স ১১৩২ বিমানটি উড়তেই ঘটে বিপত্তি। আগুন ধরে যায় বিমানের একটি ইঞ্জিনে। মুহুর্তেই যে যার মতো করে প্রান বাচাতে হুড়োহুড়ি শুরু করে দেয়। পাইলটের বুদ্ধিমত্তায় বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। ল্যান্ডিং করার পরই দ্রুত আগুন নেভানো হয়। সঠিক সময়ে বিমানটি অবতরন করানোয় বিমান যাত্রীদের প্রান বেচে যায় শনিবার।

Dainik Digital: