অনলাইন প্রতিনিধি :-বড় জয় দিয়েই
মহিলা লীগ ফুটবলে অভিযান শুরু করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ। রবিবার থেকে শুরু হলো টিএফএর ছয় দলীয় মহিলা লীগ ফুটবলের আসর। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।প্রথম ম্যাচে ত্রিপুরা পুলিশ ২-০ গোলে ফুলো ঝানু
অ্যাথলেটিক ক্লাবকে, দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১৪-০ গোলের বড় ব্যবধানে ডন বসকো মান্দাইকে এবং সন্ধ্যায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম জম্পুইজলা প্লে সেন্টার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লীগ কাম সুপার লীগ ভিত্তিতে খেলা হচ্ছে।উমাকান্ত মাঠে আজ বিকালে এই টুর্নামেন্টির উদ্বোধন করেন আইএএস অফিসার কুন্তল দাস। বল কিক অফ করেন রাজ্যের প্রাক্তন মহিলা ফুটবলার কল্পনা দেববর্মা, ছিলেন স্পন্সরার পিপি পাবলিকেশনের পক্ষে প্রণব রায়, টিএফএর সচিব অমিত চৌধুরী, দুই যুগ্ম সচিব তপন সাহা ও কৃষ্ণপদ সরকার এবং মহিলা লীগ ফুটবল কমিটির চেয়ারম্যান অমিত দেব প্রমুখ। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ২০ হাজার এবং রানার্স আপ দল ১৫ হাজার টাকা প্রাইজমানি পাচ্ছে।সঙ্গে আরও বেশকিছু পুরস্কার।এদিকে, আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে মহিলা লীগ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার প্রদান করা হবে। আর্থিক পুরস্কার ও স্মারক দেওয়া হবে। আজ আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দুপুর একটায় প্রথম ম্যাচে ত্রিপুরা পুলিশ ২-০ গোলে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাবকে হারায়। পুলিশ টিমের পক্ষে ৫২ মিনিটে আইতুরমা দেববর্মা ও ৭৪ মিনিটে ফুদুলু দেববর্মা গোল করেন।
পুলিশ টিমের পক্ষে শিবানী দেববর্মা ম্যান অব দ্য ম্যাচ পুরস্কৃত হয়েছেন। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল ১৪-০ গোলের ব্যবধানে ডন বসকো মান্দাইকে হারায়। ম্যাচে স্পোর্টস স্কুলের হয়ে শ্রেয়া দেব একাই নয়টি গোল করেন। থানপুই ডার্লং করেন তিনটি গোল।
এছাড়া বাসন্তী রিয়াং ও কেয়া দেববর্মা একটি করে গোল করেন। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কৃত হয়েছেন স্পোর্টস স্কুলের শ্রেয়া দেব। সন্ধ্যায় ফ্লাডলাইটে জম্পুইজলা প্লে সেন্টার বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। জম্পুইজলার পক্ষে সাত মিনিটে সুমিতা জমাতিয়া এবং ২৬ মিনিটে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে নিশা জমাতিয়া গোল করেন।
ম্যান অব দ্য পুরস্কৃত হয়েছেন বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের নিশা জমাতিয়া। আগামী ১১ নভেম্বর পরবর্তী তিনটি ম্যাচ রয়েছে।