Categories: খেলা

মহিলা ফুটবল নিয়ে টিএফএর দায়সারা মনোভাবে টিম কমছে

এই খবর শেয়ার করুন (Share this news)

টিএফএর পরিকল্পনাহীন দায়সারা কাজকর্ম , নেতিবাচক মনোভাব ও উদাসীনতার রাজ্যের মহিলা ফুটবলের অস্তিত্ব আজ সঙ্কটের মুখে এসে ঠেকেছে । এতে ক্রমশই গুরুত্ব হারাচ্ছে মহিলা ফুটবল । টিএফএর ভুল চিন্তাধারার কারণে ডুবছে মহিলা ফুটবল । আগে যেখানে মহিলা লীগ ও নকআউট ফুটবল টুর্নামেন্ট ঘিরে একটা আলাদা আকর্ষণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে একটা উন্মাদনা ছিল তা এখন হারিয়ে গেছে । মহিলা ফুটবল নিয়ে সেই আকর্ষণ দেখা যায় না এখন । মহিলা লীগ ফুটবলে অংশগ্রহণকারী টিমের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে আগে যেখানে আট থেকে দশটি টিম খেলতো সে জায়গায় এখন ধরেবেঁধে পাঁচটি টিমের অংশগ্রহণ রাজ্য ফুটবল সংস্থায়। এর মধ্যে বিস্ময়কর ঘটনা হলো যে , পুলিশের মহিলা ফুটবল টিম মহিলা ফুটবলের সূচনা থেকে নিয়মিত খেলে আসতো । আজ সেই পুলিশ টিমও ময়দানে নামছে না । যে পুলিশের মহিলা ফুটবল টিম মহিলা লীগ ও নকআউট ফুটবলে নিয়মিত চ্যাম্পিয়ন এবং রানার্স খেতাব নিজেদের দখলে রাখতো সেই পুলিশ টিম এখন উধাও । গত বছর মহিলা লীগ ও নকআউট ফুটবলে খেলেনি তারা । এ বছরও টিএফএর মহিলা লীগ ও নকআউট ফুটবলে পুলিশের মহিলা টিম খেলছে না । অন্যদিকে , উমাকান্ত কোচিং সেন্টার ও মহাত্মা গান্ধী প্লে সেন্টার এই দুটো টিমও এবার খেলছে না । যেখানে উমাকান্ত কোচিং সেন্টার নিয়মিত মহিলা লীগ ও নকআউট ফুটবলে খেলতো আগে । টিএফএর সাথে ঝামেলার জেরে মহাত্মা গান্ধী প্লে সেন্টারও আজ মহিলা ফুটবল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে নিজেদের । টিএফএর নেতিবাচক মনোভাব ও চিন্তাভাবনার কারণে আজ মহিলা ফুটবলের টিমগুলো একে একে এভাবে হারিয়ে যাচ্ছে । তার পাশাপাশি টিএফএর তরফে কোনওরকম আর্থিক সহযোগিতা বা অন্যান্য সুবিধা না পেয়ে অনেক মহিলা ফুটবলার খেলা ছেড়ে দিয়েছে । ফলে অনেক ক্লাব বা কোচিং সেন্টার ইচ্ছা করলেও ভালো টিম করতে পারছে না । এককথায় মহিলা ফুটবলের অস্তিত্ব আজ সত্যিই সঙ্কটের মুখে । এর প্রভাব পড়েছে জাতীয় বা আঞ্চলিকস্তরে রাজ্য থেকে টিম পাঠানোর ক্ষেত্রে । একমাত্র ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং পুলিশের জনাকয়েক মহিলা ফুটবলারদের নিয়ে ধরেবেঁধে রাজ্য টিম করতে হয় । আগামী ছাব্বিশ আগষ্ট থেকে মহিলা লীগ ফুটবল আসর শুরু হচ্ছে । এতে পাঁচটি টিম খেলবে বলে ঠিক হয়েছে । তা হচ্ছে জম্পুইজলা প্লে সেন্টার , কিল্লা মর্নিং ফুটবল ক্লাব , ত্রিপুরা স্পোর্টস স্কুল , চলমান সংঘ ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । তৈদুবাড়ি প্লে সেন্টারও মুঙ্গিয়াকামী প্লে সেন্টারও এবার মাঠের বাইরে। সব মিলিয়ে এবারের মহিলা লীগ ও নকআউট ফুটবলের আকর্ষণ অনেকটাই কমছে বলা যায় । তা শুধুই টিএফএর সৌজন্যতায় । শত চেষ্টা করে এবারও ত্রিপুরা মহিলা পুলিশ ফুটবল টিমটাকে মাঠে নামাতে পারেনি টিএফএ । আগামী ছাব্বিশ আগষ্ট চলমান সংঘ বনাম জম্পুইজলা প্লে সেন্টার ম্যাচ দিয়ে মহিলা লীগ ফুটবল আসর শুরু করছে টিএফএ । তবে যা খবর যে পাঁচটি টিম এবার মহিলা লীগ ফুটবল আসরে খেলছে তারা খেলার জন্য সে রকম প্রস্তুত নয়।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

4 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

13 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

14 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

14 hours ago