অনলাইন প্রতিনিধি :-আগরতলা পুর নিগমের ৩৩ নং পুর ওয়ার্ডের মহিলা সশক্তিকরণ কমিটির উদ্যোগে শুক্রবার আয়োজিত স্বাবলম্বী নারী, স্বাবলম্বী ত্রিপুরা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, প্রতি বছরই ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। একই সাথে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন মহিলারা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাচ্ছেন বলেও এদিনের আলোচনা সভা থেকে মনে করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পুরুষদের মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। মহিলারাও এখন পাইলট হচ্ছেন, মহাকাশে পাড়ি দিচ্ছেন। ট্রেন চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন। আগে আমরা যা ভাবতে পারিনি, সেটাই এখন করে দেখাচ্ছেন তারা।ডাক্তার, ইঞ্জিনীয়ার সহ সব ক্ষেত্রেই মহিলাদের অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে।তিনি মনে করেন, বর্তমান সময়ে কোনও অবস্থাতেই পুরুষদের থেকে পিছিয়ে নেই মহিলারা। বরং টেক্কা দিয়ে অনেক ক্ষেত্রেই সামনের দিকেও এগিয়ে যাচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরা স্টেট পলিসি ফর এমপাওয়ারমেন্ট অব উইমেন ২০২২ সালে চালু করেছে। ত্রিস্তর পঞ্চায়েতে ৫০ শতাংশ আরবান লোক্যাল বডির নির্বাচনের ক্ষেত্রেও ৫০ শতাংশর উপর আসন মহিলাদের দেওয়া হয়। এছাড়াও চাকরির ক্ষেত্রেও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মহিলা পরিচালিত পুলিশ স্টেশনও গড়ে তোলা হয়েছে। পণ সংক্রান্ত মামলা নির্মূল করে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য রাজ্যের মোট ৮ জেলায় ৮ জন ডেপুটি কালেক্টরকে ডিস্ট্রিক্ট ডাউরি প্রহিবিশন অফিসার এবং মহকুমা শাসককে ডাউরি প্রহিবিশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এদিনের সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যও নারী সশক্তিকরণের উপর বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, সদর আরবান জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দেব, মার্কফেড়ের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনার জন্য সচেতনতা ও নিবন্ধীকরণ শিবিরও অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…