“মহারাজ” ইস্যুতে তপ্ত হচ্ছে রাজনীতি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। দলের সাংগঠনিক বৈঠকে তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ কে “মহারাজ” না বলার জন্য দলের কার্যকর্তাদের নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে এখন জল ঘোলা হতে শুরু করেছে। তপ্ত হয়ে উঠছে পাহাড়। বুধবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কাউন্সিল অফ জমাতিয়া হদা। বৃহস্পতিবার তিপ্রামথার মহিলা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে তীব্র হুশিয়ারি দেওয়া হয়। তারা মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানায়। নতুবা তীব্র আন্দোলনের হুমকি দেওয়া হয়।

Dainik Digital: