“মন কি বাত”-এ ত্রিপুরার বায়ু ভিলেজ!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আরও একটি কাজের স্বীকৃতি পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে। রবিবার প্রধানমন্ত্রী মোদি তার মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার ” বায়ু ভিলেজ ” প্রকল্পের উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, চড়িলাম বিধানসভা কেন্দ্রে গড়ে উঠেছে দুটি বায়ু ভিলেজ। সারা রাজ্যে এমন দশটি বায়ু ভিলেজ করার কাজ চলছে। মাস খানেক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চড়িলাম কেন্দ্রে গড়ে উঠা সেই বায়ু ভিলেজ পরিদর্শনে গিয়েছিলেন। রবিবার সেই বায়ু ভিলেজের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর মন কি বাতে। স্বভাবিক ভাবেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রীই।

Dainik Digital: