মন্ত্রিসভায় সিদ্ধান্ত ১৫৬৬টি নতুন পদ, ৩১০টি পদে নিয়োগ!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য
মন্ত্রিসভার বৈঠকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে ১৫৬৬টি অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এরমধ্যে রয়েছে ১,০৯৯ টি অস্নাতক শিক্ষক পদ এবং ৪৬৭টি স্নাতক শিক্ষক পদ।শুত্রুবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান।
তিনি জানান, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অস্নাতক ও স্নাতক শিক্ষকের পদগুলি সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া টিআরবিটির মাধ্যমে সম্পন্ন করা হবে।তাছাড়াও মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের ১২৫টি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফিক্সড-পে ভিত্তিতে তাদের নিয়োগ করা হবে। গ্রামোন্নয়ন দপ্তরে ১৯৮ জন জুনিয়র ইঞ্জিনীয়ার (ডিগ্রি ১০৫ ও ডিপ্লোমা ৯৩) নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিপিএসসির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Dainik Digital: