মণিপুরের সমাধান কোথায়

এই খবর শেয়ার করুন (Share this news)

পূর্বোত্তরের অশান্ত রাজ্য মণিপুরে শান্তি ফেরাতে অবশেষে কিছুটা উদ্যোগী হয়েছে কেন্দ্র। তীব্র সমালোচনার মুখে কেন্দ্র সম্প্রতি মণিপুর নিয়ে দিল্লীতে সর্বদলীয় বৈঠক করেছে। তাও মণিপুরে হিংসা শুরুর পঞ্চাশ দিন পর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠক ডেকেছেন। অনুপস্থিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তখন বিদেশ সফরে। মণিপুরে গত দেড় মাসের বেশি সময় ধরে হিংসা চলছে। প্রধানমন্ত্রী চুপ। এ নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সম্প্রতি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এক ভিডিও বার্তায় মণিপুর নিয়ে সরব হয়েছিলেন। মণিপুরের কিছু বিরোধী দলের বিধায়ক কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সাথে দিল্লীতে সাক্ষাতের জন্য সময় চেয়ে বসেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী দেখা করেননি। ফলে মণিপুরে হিংসা দমন নিয়ে কেন্দ্রের উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছিল। আদৌ কেন্দ্রীয় সরকার মণিপুরে হিংসা দমাতে আন্তরিক কিনা সে প্রশ্ন তুলেছে বিরোধীরা। গত ৩রা মে থেকে অশান্ত মণিপুর। স্থানীয় মেইতি এবং কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষ থেকেই এই হিংসার সূত্রপাত। দফায় দফায় সংঘর্ষ, সরকারী, বেসরকারী সম্পত্তি নষ্ট, ধ্বংস, লুট, নির্বিচারে মানুষজনের বাড়িঘরে হামলা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, বোমা, গুলী নিয়ে হামলা কোনও কিছুই বাদ যায়নি। এ রাজ্যের এ অবধি প্রাণ গেছে ১২০ জনের মতো নিরীহ নাগরিকের। প্রায় তিন সহস্রাধিক মানুষজন আহত হয়েছেন। ষাট হাজার মানুষ গৃহহীন। পড়শী রাজ্যগুলির বহু ছাত্র ছাত্রী কার্যত পালিয়ে বেঁচেছে মণিপুর থেকে। বহু মানুষ আশ্রয়স্থলে এখনও পড়ে রয়েছেন। কিন্তু সেখানেও নিরাপদ নেই তারা। দুষ্কৃতী হামলা চলছে। সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীকে আটকে দেওয়া হচ্ছে। যেতে দেওয়া হচ্ছে না ঘটনাস্থলে। এ এক অরাজক পরিস্থিতি রাজ্য জুড়ে। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতার অভাবে এখনও রাজ্য জুড়ে হিংসা চলছে। এক কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং রাজ্যের এক মন্ত্রীও আক্রান্ত হয়েছেন। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার। চাইলেই ডাবল ইঞ্জিন সরকার কড়া হাতে তা দমাতে পারত। কিন্তু তা কেন করা হচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিংসার প্রায় মাস খানেক পর সেরাজ্যে গিয়ে প্রায় তিন-চারদিন ঘাঁটি গেড়ে বসেছিলেন কিন্তু আদতে কাজের কাজ কিছুই হয়নি। দায়িত্ব দেওয়া হয়েছিলে পূর্বোত্তরের ‘অমিত শাহ’, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও তিনিও ব্যর্থ মণিপুরে হিংসা দমাতে ।
বিরোধীরা লাগাতর বলতে আরম্ভ করল যে, মণিপুর কি দ্বিতীয় জন্ম কাশ্মীর হতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার কি মণিপুরকে তা-ই বানাতে চাইছে। এতদিন ধরে পূর্বোত্তরের একটি রাজ্যে হিংসা চলছে। দমাতে পারছে না রাজ্য, না কেন্দ্র। প্রধানমন্ত্রীর আশ্চর্যজনক নীরবতা নিয়ে ব্যাপক সমালোচনা সইতে হয়েছে বিজেপিকে। অবশেষে পঞ্চাশদিনের মাথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লীতে সর্বদলীয় বৈঠক করেছেন। এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মণিপুরের মেইতি এবং কুকি নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেন। কিন্তু কোনও সুরাহা বের হয়নি। পরে দিল্লী গিয়ে হিমন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। এরপরই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। আসলে কেন্দ্রীয় সরকার হিমন্তের চোখ দিয়ে মণিপুরকে দেখতে চেয়েছিল। হিমন্ত ব্যর্থ হওয়াতে মণিপুরেও মা হিংসা দমনে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ব্যর্থ।হিমন্ত বারবারই সংকটমোচন হিসাবে দেখা দেবেন – এ ধারণা বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন এবার হিমন্ত নিজেই। হিমন্ত কেন্দ্রীয় সরকারকে সঠিক তথ্য তুলে ধরতেও ব্যর্থ হয়েছেন।তাই দিল্লীতে হিমন্তকে ডেকে পাঠিয়ে মণিপুর নিয়ে একপ্রস্থ জেনে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সর্বদলীয় বৈঠক করলেন। যদিও সর্বদলীয় বৈঠক ফলপ্রসু হয়েছে বলে কোনও খবর নেই। বিরোধীরা রাজ্যে সর্বদলীয় দল পাঠানোর প্রস্তাব করেছে। কংগ্রেস বলেছে বৈঠক দিল্লীতে নয়, বৈঠক করতে হবে ইম্ফলে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীকেও দিল্লীতে ডেকে পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একপ্রস্থ বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তাকে জানান, রাজ্যে গত চৌদ্দ জুনের পর কোনও মৃত্যু নেই। তিনি একে সাফল্য হিসাবে দেখাতে চেয়েছেন। বাস্তব হলো, মণিপুরে হিংসা অব্যাহত। এখনও সেনাবাহিনীর উপর হামলা চলছে। বোমা, মর্টার হামলা চলছে। এখনও সাধারণ মানুষ রাস্তায় বের হতে পারছে না। একটা দেশের এক অঙ্গরাজ্য দিনের পর দিন জ্বলছে, হিংসা চলছে আর সরকার তা দমাতে পারছে না, এটা কোনও সভ্য দেশে, সভ্য সমাজে কাম্য নয়। অচিরেই মণিপুরে হিংসা দমাতে কেন্দ্র এবং রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে হবে সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে। শাসক দলকে সর্বাগ্রে এই ভূমিকা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্রে মানুষ দলকে ভোট দিয়ে জিতিয়ে তবেই সরকারে বসায়। মানুষের জানমাল, নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। সরকারে বসে সেই মানুষকে রক্ষার দায়িত্ব সরকারের। মণিপুরের মানুষ ভালো নেই। তাই সে রাজ্যের মানুষকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকেই নিতে হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

6 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

6 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

16 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

16 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

17 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

17 hours ago