ভয়ানক কান্ড!! সন্ধ্যারাতে ছিনতাই!!

অনলাইন প্রতিনিধি :-সন্ধ্যারাতে এক রাবার ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই কাণ্ডে রীতিমতো আতঙ্কের ছায়া ব্যবসায়ী মহলে।ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মধুপুর থানাধীন জাম চৌমুহনী এলাকায়।

এদিন রাতে ব্যবসা শেষে হরিপদ সাহা নামে ওই ব্যবসায়ী বাড়ি যাওয়ার পথে, দোকান থেকে একশ মিটার দূরে উনার পথ আটকায় দুই দুষ্কৃতী। শুরু করে এলোপাথাড়ি মারধোর। কালো কাপড়ে ঢাকা ছিল দুস্কৃতিদের মুখ। দুষ্কৃতীরা রাবার ব্যবসায়ী হরিপদ সাহাকে মাটিতে ফেলে বেদম প্রহার শুরু করে। ব্যাগের মধ্যে থাকা তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি মধুপুর থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগ নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Dainik Digital: