ভোটে জিতেই ‘সোনার আমেরিকা’ স্বপ্ন ট্রাম্পের!!

অনলাইন প্রতিনিধি :-ফের মার্কিন মসনদের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘বুধবার ফ্লরিডার পাম বিচে বিজয়ী ভাষণে’ দাঁড়িয়ে বর্ষীয়ান নেতা বলেন, “এই জয় ঐতিহাসিক জয়। আপনাদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করব। ফের আমেরিকাকে সোনার দেশে পরিণত করব।আমেরিকা বাসীকে ধন্যবাদ জানিয়ে ” ট্রাম্প বলেন, “এই জয় ঐতিহাসিক জয়। সর্বকালের সেরা রাজনৈতিক লড়াই দেখল আমেরিকা। আমেরিকাবাসীকে ধন্যবাদ।” ট্রাম্প দাবি করেন, অনুপ্রবেশ সমস্যা থেকে ইউএফও রহস্য, যাবতীয় বিষয়ে সমাধান করবে তাঁর সরকার। ভোটপ্রচারের সময় আমেরিকায় অনুপ্রবেশ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জয়ের গন্ধ পেতেই জানালেন—আমরা অনুপ্রবেশ বন্ধ করব।

Dainik Digital: