ভোটের মুখে চার কোটি কুড়ি লক্ষের নেশাদ্রব্য আটক!!

বৃহস্পতিবার ধলাইজেলার গঙ্গানগরে পুলিশের নাকা পয়েন্টে গাড়ি তল্লাশি করে আটক করা হলো ৪ কোটি ২০ লক্ষ টাকার ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট। এ যাবত কালের মধ্যে ধলাই পুলিশের সবচেয়ে বড় সাফল্য এটি। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্মনগর থেকে একটি ছোট গাড়ি TR07 D 0240 যা মিজোরাম থেকে রাজ্যে প্রবেশ করেছে।গাড়িটি আমবাসা থেকে গঙ্গানগর হয়ে গন্ডাছড়ার উপর দিয়ে কালাঝাড়ি পাহাড় পেরিয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু,গঙ্গানগর থানার পুলিশ নাকা পয়েন্টে গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে চার কেজি ব্রাউন সুগার এবং দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক করে তিন জনকে। ধৃতরা হলো সোনামুড়ার বক্সনগর এলাকার মাহবুব আলম,আবু কালাম,এবং জহর মিয়া। নাকা পয়েন্টের দায়িত্বে ছিলেন এস এস বি এবং রাজ্য পুলিশ।

Dainik Digital: